E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৪ সংখ্যা / ৯ এপ্রিল, ২০২১ / ২৬ চৈত্র, ১৪২৭

পানিহাটি কেন্দ্রের মানুষ সংযুক্ত মোর্চার প্রার্থীকেই তাঁদের প্রতিনিধি হিসেবে বিধানসভায় পাঠাতে চান


পানিহাটিতে প্রচারে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার।

চারবারের তৃণমূল বিধায়ককে নিয়ে প্রবল ক্ষুব্ধ পানিহাটির মানুষ। কারণ নিজের বিধানসভা কেন্দ্রের যাবতীয় সমস্যার প্রতি নির্মল ঘোষ উদাসীন। তাঁর বিরুদ্ধে রয়েছে পরিবারতন্ত্রের অভিযোগ। পানিহাটি পৌরসভায় তাঁর ভাই চেয়ারম্যান ছিলেন। ভাইয়ের মৃত্যুর পর বিধায়ক সেখানে প্রশাসক হিসেবে বসে গেলেন অন্যদের টপকে। এখানে বন্ধ বিটি রোডের ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজ্যের অন্যতম গর্বের সংস্থা ডাকব্যাক কোম্পানি বন্ধ হয়েছে তৃণমূল জমানায়। বন্ধ হয়েছে প্রিয়া বিস্কুট কারখানা। এই দু’টি কারখানা ছাড়াও এই বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিন ধরে সোদপুর স্টেশন লাগোয়া বন্ধ থাকা কাঁচকলের জমির দিকে নজর রয়েছে তৃণমূলী জমি হাঙরদের। শোনা যাচ্ছে এই কারখানার জমির মিউটেশন ইতিমধ্যেই সম্পন্ন। নির্বাচনের পরেই সেখানে নির্মাণ শুরু হবে। এর পাশাপাশি বিটি রোডের উপরে বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ ছোটখাটো যে সব কারখানা বন্ধ সেগুলোর জমির মিউটেশন তৈরি। ভোট মিটতেই সেখানে শুরু হয়ে যাবে নির্মাণ। এসমস্ত তোড়জোড়ের পেছনে মানুষ নান্টু ঘোষের পুরসভার প্রশাসকের ভূমিকার তাৎপর্য বুঝেই বিধানসভা নির্বাচনের মুখে বাঁকা হাসি হাসছেন। আবার পৌরসভা থেকে ক্লাবের কমিটি, পঞ্চায়েত থেকে স্কুল কমিটি সব পারিবারিকভাবে দখল করার মধ্য দিয়ে বিরোধীশূন্য করার যে প্রবণতা বিধায়ক সহ তৃণমূলের রয়েছে তা নিয়ে এবং কাটমানি, তোলাবাজির সিংহভাগ নিয়ন্ত্রণে ঘোষ পরিবারের ভূমিকা নিয়ে, এমনকি তৃণমূলের অভ্যন্তরেও ইতিমধ্যেই পানিহাটিতে কার্যত বিদ্রোহ শুরু হয়ে গেছে। পানিহাটিতে সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের তাপস মজুমদারের প্রচার পরিক্রমায় ওয়ার্ডগুলিতে মানুষ বলছেনও সেসব। প্রার্থীর সাথে আলাপচারিতার সময় তাঁর কাছে প্রতিকার চাইছেন।

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও। লোকসভা ভোটের মুখে অনেকগুলি রুটে বেশ কয়েকশো অটো এবং টোটো চালানোর পারমিট দেওয়া হয়েছে। এর জেরে গাড়ি পিছু তোলাবাজির প্রায় কোটি টাকা এসেছে বিধায়ক সহ তাঁর সাঙ্গোপাঙ্গদের হাতে।

কর্মসংস্থানের প্রশ্নে সংযুক্ত মোর্চার প্রার্থী বলছেন টেট সহ প্রতিযোগিতামূলক পরীক্ষা চালুর পাশাপাশি পৌরসভার সমস্ত শুন্য পদে নিয়োগ করা হবে। এলাকায় জল জমার সমস্যা থেকে অস্বাস্থ্যকরভাবে খোলা জায়গায় জঞ্জাল জড়ো করে রাখার পরিস্থিতি বদলানো হবে। সুপেয় জলের ব্যবস্থা করা হবে। জুট মিলে ঠিকাদারির নামে তোলাবাজি বন্ধ করা হবে।

বর্তমানে পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় গতবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন।দল বদলানোয় তাঁর ওপর ক্ষোভ রয়েছে। তাই এবারের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মানুষকে আশ্বস্ত করে বলছেন, তিনি থাকবেন সংযুক্ত মোর্চার সঙ্গেই। ভোটারের মনে পালাবদলের চোরাস্রোতে এবার জায়গা করে নিয়েছে সংযুক্ত মোর্চা। মানুষ তাই আশ্বস্ত করছেন তারা থাকবেন এই প্রার্থীর পাশেই। প্রার্থীর প্রচার ঘিরে মানুষের ঢল সেই ইঙ্গিতকেই স্পষ্ট করছে।