৫৮ বর্ষ ৩৪ সংখ্যা / ৯ এপ্রিল, ২০২১ / ২৬ চৈত্র, ১৪২৭
সংযুক্ত মোর্চার সিপিআই(এম) প্রার্থী শুভজিৎ দাশগুপ্তকে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী দেখতে চান মানুষ
রাজারহাট-গোপালপুর এলাকায় প্রচারে প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত।
নিজস্ব প্রতিনিধিঃ রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের যুবকদের কর্মসংস্থান, কাটমানি থেকে পানীয় জল, উন্নত নিকাশি ব্যবস্থা সহ এলাকার সিন্ডিকেট নির্ভর রাজনৈতিক সংস্কৃতি বদলানোর মূল লক্ষ্য সংযুক্ত মোর্চার। সংযুক্ত মোর্চার প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত যখন এ সমস্ত বিকল্পের কথা বলছেন, যা বিভিন্ন বহুতল থেকে পাড়ার মানুষ আগ্রহভরে শুনছেন সেসব আর সায় দিচ্ছেন।
নাগেরবাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত বামফ্রন্ট সরকার উড়ালপুলের পরিকল্পনা করেছিল, কিন্তু এই সরকার তা কার্যকর করেনি। মানুষের যানজটের নিত্য যন্ত্রণা বেড়েছে। বামপ্রার্থীর কথায় মানুষ বুঝছেন তাদের মেলা-খেলায় মাতিয়ে রেখে বঞ্চিত করা হয়েছে। কোনো গঠনমূলক কাজ করেনি তৃণমূল।
নিকাশির চূড়ান্ত অব্যবস্থায় ভোগেন এখানকার মানুষ। দীর্ঘ দশ বছর হয়ে গেল তৃণমূলের সরকার এবং পৌরসভার নাকের ডগায় রমরমিয়ে কাটমানি আর তোলাবাজি চলছে। কিন্তু নিকাশি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। মানুষ অল্প জলেই বানভাসি হচ্ছেন প্রতিনিয়ত।
পানীয় জলের পরিশুদ্ধতার প্রশ্নে কোনো পদক্ষেপ করা হয়নি তৃণমূলী বিধায়ক বা পৌরসভার পক্ষ থেকে।
এখানে অপরিকল্পিতভাবে যে নগরায়ন হচ্ছে বা বিল্ডিং তৈরি হচ্ছে সিন্ডিকেটের কায়েমি স্বার্থ বজায় রেখে, তা বন্ধ করতে চান সংযুক্ত মোর্চার প্রার্থী। প্রচারে তিনি তা বলছেনও। স্বনির্ভর গোষ্ঠী গড়ে তার মাধ্যমে নির্মাণের কাজে যুবদের শামিল করা হবে। সরকার আর্থিক সাহায্য নিয়ে এক্ষেত্রে পাশে দাঁড়াবে। বন্ধ হবে খুনোখুনি মারপিট এবং অবৈধ নির্মাণ।
এখানকার কৈখালি এবং মণ্ডলগাজিতে সংখ্যালঘুদের অপরিসর পরিবেশে থাকা বন্ধ করতে সঠিক বাসস্থান নির্মাণের দায়িত্ব নেবে সংযুক্ত মোর্চার সরকার।
বিভিন্ন পাড়ায় প্রচারে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত নিবিড় জনসংযোগ করছেন। অনেক মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করছেন সংযুক্ত মোর্চার প্রচার মিছিলে। ঘোষপাড়া থেকে কেষ্টপুর ৩নং কলোনির মতো দীর্ঘদিনের সন্ত্রাসকবলিত জায়গায় প্রার্থীকে কাছে পেয়ে যেভাবে মানুষ ভয় ভেঙে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন তা বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
লকডাউনের পরিস্থিতিতে গোটা বিধানসভা এলাকা জুড়েই মানুষের পাশে থেকেছেন বামপন্থীরা। আজকের সংযুক্ত মোর্চার প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত - সেই কাজে নেতৃত্ব দিয়েছেন এলাকা জুড়ে একজন প্রকৃত বামপন্থী নেতার মতো। ২৯ দিন ধরে প্রতিদিন ৬০০ মানুষকে খাওয়ানো হয়েছে শ্রমজীবী ক্যান্টিনের মাধ্যমে। না, লাইনে দাঁড় করিয়ে নয়, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে খাবার। এমনকি আমফানের প্রবল ঝড়ের মুখে খারাপ আবহাওয়ায় শ্রমজীবী ক্যান্টিনের অন্যতম সংগঠক হিসেবে শুভজিৎ দাশগুপ্তের মতো নেতৃত্বের অভিভাবকোচিত ভূমিকায় বামপন্থী কর্মীরা মানুষের পাশ থেকে নড়েননি। কোভিডের সময় বিধাননগর কর্পোরেশনের সাফাইকর্মীদের অতিমানবিক ভূমিকার জেরে এগিয়ে এসে এলাকার বামপন্থীরা তাঁদের সংবর্ধিত করেছেন।
এসব সামাজিক কাজে নীরব কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন শুভজিৎ দাশগুপ্ত, তাঁকে এবার এলাকায় সমাজবিরোধীদের দাপাদাপি আইনি উপায়ে বন্ধ করতে বিধানসভায় পাঠাতে চান রাজারহাট-গোপালপুরের মানুষ। কোনো পূর্ণেন্দু বোস বা দোলা সেনদের নয়।