E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ১৭ সংখ্যা / ৯ ডিসেম্বর, ২০২২ / ২২ অগ্রহায়ণ, ১৪২৯

সাম্প্রদায়িকতা বিরোধী দৃপ্ত মিছিল


৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার ৩০তম বার্ষিকীতে সাম্প্রদায়িকতা বিরোধী দৃপ্ত মিছিল সংগঠিত করেন বামপন্থীরা। এদিন কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি ইতিহাসকে বিকৃত করা এবং দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর আক্রমণের প্রতিরোধের শপথে মিছিলে পা মেলান ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কর্মচারী সহ সমাজের সমস্ত অংশের মানুষ।

এদিন এই মিছিল পার্ক সার্কাস থেকে শুরু হয়ে এ. জে. সি. বসু রোড, মৌলালি, শিয়ালদহ পেরিয়ে রাজাবাজার পৌঁছায়। মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, পার্টির কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার, পার্টি নেত্রী কনীনিকা ঘোষ, সিপিআই নেতা প্রবীর দেব, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জি সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ। মিছিল শেষে রাজাবাজার মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়।