৫৮ বর্ষ ৪৭ সংখ্যা / ৯ জুলাই, ২০২১ / ২৪ আষাঢ়, ১৪২৮
প্রয়াত কমরেড মহেন্দ্র সিং
নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড মহেন্দ্র সিং প্রয়াত হয়েছেন। মহারাষ্ট্রে পার্টি এবং সিআইটিইউ’র প্রবীণ নেতা ছিলেন কমরেড সিং। ৪ জুলাই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কমরেড মহেন্দ্র সিংয়ের প্রয়াণে গভীর শোক জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার কমরেড সিং শ্রমিকদের সংগঠিত করার কাজ শুরু করেন তাঁর কর্মস্থলেই। ১৯৭১ সালে সিপিআই(এম)-এ যোগ দেন তিনি। শ্রমিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। যুক্ত হন সদ্য গড়ে ওঠা সিআইটিইউ’র সঙ্গে। অ্যারিস্টোক্র্যাট সংস্থায় শ্রমিক আন্দোলন সংগঠিত করার সময় ১৯৮৫-তে খুনের উদ্দেশ্যে হামলা হয় তাঁর ওপর। পলিট ব্যুরো সেই ঘটনা স্মরণ করিয়ে বলেছে, মালিকপক্ষ ভাড়াটে দুষ্কৃতীদের ব্যবহার করেছিল তাঁর বিরুদ্ধে। ১৯৮৭-তে সিপিআই(এম) মহারাষ্ট্র রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১-এ পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ২০১৫-তে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন কমরেড সিং। আমৃত্যু সেই দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৪ থেকে ২০১৫ পর্যন্ত সিপিআই(এম) মুম্বাই জেলা সম্পাদক ছিলেন কমরেড তিনি। মুম্বাইয়ে পার্টির শক্তি বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহারাষ্ট্রে ডিওয়াইএফআই’র প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন।
কমরেড মহেন্দ্র সিংয়ের বয়স হয়েছিল ৭৭। কয়েকমাস আগে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। সাংগঠনিক কাজেও অংশ নিতে পারছিলেন। হঠাৎই আক্রান্ত হন হৃদরোগে। পলিট ব্যুরো শোকবার্তায় বলেছে, অত্যন্ত সাধারণ জীবনযাপন ছিল তাঁর। পার্টির প্রতি দায়বদ্ধতা এবং সততার সর্বোচ্চ উদাহরণ তাঁর জীবন। কমরেড মহেন্দ্র সিংয়ের স্ত্রী সাবিত্রী সিংয়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পলিট ব্যুরো।