E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৪৩ সংখ্যা / ৯ জুন, ২০২৩ / ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০

কুস্তিগিরদের যৌন হেনস্তা

চাপের মুখে পড়ে প্রতিকারের মৌখিক প্রতিশ্রুতি দিতে বাধ্য হলো মোদি সরকার


কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় মিছিল।

নিজস্ব সংবাদদাতাঃ দেশব্যাপী প্রতিবাদ এবং ধিক্কারের চাপে কুস্তিগিরদের যৌন হয়রানির ঘটনায় মৌখিক প্রতিশ্রুতি দিতে বাধ্য হলো মোদি সরকার। ৭ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগিরদের সঙ্গে এক বৈঠকের শেষে জানিয়েছেন, যৌন হয়রানিতে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে আগামী ১৫ই জুন চার্জশিট পেশ করবে দিল্লি পুলিশ। এর পাশাপাশি অন্যান্য দাবিগুলিও মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকারের এই আশ্বাসের পর কুস্তিগিররা আগামী এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। তাঁদের বক্তব্য, আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না। সরকারের দেওয়া সময়সীমা ১৫ জুন পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। প্রতিশ্রুতি না রাখা হলে তারা ফের লড়াইয়ের রাস্তায় নামবেন।

এর আগে ৩ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে আন্দোলনকারীরা বৈঠকে বসেন। ব্রিজভূষণকে ছাড় দেওয়ায় দলের নারীবিরোধী মনুবাদী চেহারা মানুষের সামনে আসায় তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত বাধ্য হন বৈঠকে বসতে। কিন্তু সেই বৈঠক নিস্ফলা হয়। অভিযোগ ওঠে, কুস্তিগিররা সরকারের মধ্যস্ততা মেনে দাবি প্রত্যাহার করেছেন এমন রটনা উদ্দেশ্যমূলকভাবে বিজেপি’র আইটি সেল প্রচার করছে। কুস্তিগিররা তৎক্ষণাৎ প্রতিবাদ করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এরপর ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের বৈঠকে বসার প্রকাশ্য আমন্ত্রণ জানান টুইট করে। এই আমন্ত্রণে সাড়া দিয়ে মন্ত্রীর বাড়িতে হাজির হন অলিম্পিক মেডেল জয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা।

এদিন দীর্ঘ পাঁচ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর প্রায় সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে ক্রীড়ামন্ত্রী বলেন, সব দাবি আমরা মেনে নিয়েছি। যৌন হেনস্তা মামলায় তদন্ত শেষের পর অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে আগামী ১৫ই জুনের মধ্যে চার্জশিট পেশ করবে দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের দাবি মেনে কুস্তি ফেডারেশনের একজন মহিলার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি গঠন করা হবে। গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে আন্দোলনের কারণে কুস্তিগিরদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাও তুলে নেবে সরকার। একইসঙ্গে কুস্তি ফেডারেশনের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন এবং কোনো পদেই ব্রিজ ভূষণের অনুগামী বা পরিবারের সদস্যদের না রাখার মতো দাবিও মেনে নিতে মৌখিক সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, এক নাবালিকা সহ সাত মহিলা কুস্তিগিরের যৌন হেনস্তায় অভিযুক্ত প্রভাবশালী বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিচার ও গ্রেপ্তারি চেয়ে গত এপ্রিল থেকে রাজধানীর খোলা রাস্তায় বিক্ষোভ ধরনা চালাচ্ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেস ফোগটের মতো খ্যাতনামা পদক জয়ীরা। তাদের দাবি মেনে নেওয়ার বদলে দমন পীড়নের মাধ্যমে ভয় দেখানোর পথ নিয়েছিল মোদি সরকার। সংসদের নতুন ভবন উদ্বোধনের দিন ২৮ মে বিক্ষোভ মিছিলে মহিলা কুস্তিগিরদের ওপর পুলিশ বর্বর অত্যাচার নামিয়ে আনে। দেশজুড়ে সমালোচিত হয় সরকারের এই পদক্ষেপ।