E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৯ম সংখ্যা / ৯ অক্টোবর ২০২০ / ২২ আশ্বিন ১৪২৭

অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়ের জীবনাবসান


বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে ৮ অক্টোবর সকালে। সমুদ্রবিজ্ঞানী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, জাতীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মুখোপাধ্যায় কোভিড আক্রান্ত হয়ে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ছিলেন বিদ্যাসাগর ফাউন্ডেশনের সভাপতি, বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদ্‌যাপন কমিটিরও সভাপতি।

গ্রামের বাড়ি ছিল পূর্ব বর্ধমান জেলার গলসী থানার করকোনা গ্রামে। তাঁর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সাধারণ সম্পাদক অনুপ সরকার, ‘আওয়াজ’-এর পক্ষে সাইদুল হক, সিপিআই(এম) নেতা রবীন দেব প্রমুখ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকেও সংগঠনের অন্যতম উপদেষ্টা আনন্দদেব মুখোপাধ্যায়ের জীবনাবসানে শোকজ্ঞাপন করা হয়েছে।