E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৯ম সংখ্যা / ৯ অক্টোবর ২০২০ / ২২ আশ্বিন ১৪২৭

আইনজীবী কমরেড অশোক বকসি প্রয়াত


বিশিষ্ট আইনজীবী এবং সিপিআই(এম) সদস্য কমরেড অশোক বকসি ৬ অক্টোবর, মঙ্গলবার প্রয়াত হয়েছেন। করোনায় আক্রান্ত অবস্থায় তাঁকে ২৭ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। প্রয়াত কমরেডের স্ত্রী, এক কন্যা, এক পুত্র বর্তমান।

কমরেড অশোক বকসি ছিলেন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের (এআইএলইউ) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। এক সময় তিনি এই সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি বার কাউন্সিলেরও নির্বাচিত সদস্য ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যের আদালতগুলিতে মঙ্গলবার সংগঠনের পতাকা অর্ধনমিত রাখা হয়।

কমরেড বকসি ১৯৭২ সাল থেকে আইন পেশায় যুক্ত হয়েছিলেন। বিশিষ্ট ফৌজদারি আইনজীবী (সুঅভিনেতা) সন্তোষ দত্ত’র জুনিয়র হিসেবেই তাঁর পেশা জীবন শুরু হয়েছিল। পরে তিনি হাসিম আবদুল হালিমের জুনিয়র হিসেবেও কাজ করেছেন। ১৯৯৫ সালে কমরেড বকসি কলকাতার আদালতে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পান। ২০১১ সাল পর্যন্ত তিনি দক্ষতার সাথে ওই দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত কমরেড অশোক বকসি ১৯৮২ সালে সিপিআই(এম)’র সদস্যপদ অর্জন করেছিলেন। তিনি কলকাতা জেলার অন্তর্গত একটি শাখার সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এআইএলইউ’র সর্বভারতীয় সম্পাদক পিভি সুরেন্দ্রনাথ, সিপিআই(এম) নেতা রবীন দেব, সংগঠনের রাজ্য সভাপতি অরিন্দম ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র সহ আরও অনেক বিশিষ্ট আইনজীবী।

মঙ্গলবার রাতেই করোনা বিধি অনুযায়ী প্রয়াত কমরেড অশোক বকসি’র শেষকৃত্য সম্পন্ন হয়েছে।