E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১৭ সংখ্যা / ১০ ডিসেম্বর, ২০২১ / ২৩ অগ্রহায়ণ, ১৪২৮

২৩-২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট দাবিসমূহ


দাবিগুলো হলো -
(১) শ্রম কোড বাতিল করো,
(২) সংযুক্ত কিষান মোর্চার ৫ দফা দাবি কার্যকর করো,
(৩) ন্যাশনাল মনিটাইজেশন পলিসির (এন.এম.পি.) নামে ঢালাও বেসরকারিকরণ চলবে না,
(৪) মহামারীতে বিপর্যস্ত অবস্থায় আয়করের আওতার বাইরে থাকা সকল নাগরিককে মাসে নগদ ৭,৫০০ টাকা ও বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে,
(৫) রেগায় বরাদ্দ বাড়াতে হবে, শহরে রেগা প্রকল্প চালু করতে হবে,
(৬) সমস্ত অসংগঠিত শ্রমিকের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে হবে,
(৭) অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম বেতন ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে হবে,
(৮) মহামারীতে সামনের সারিতে থে‍‌কে রোগীর চিকিৎসার কাজে যুক্তদের যথার্থ নিরাপত্তা ও বিমার ব্যবস্থা করতে হবে,
(৯) কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক প্রকল্পে সরকারের বরাদ্দ বাড়াতে হবে,
(১০) পেট্রোল, ডিজেলে কর কমিয়ে দাম কমাতে হবে,
(১১) বিভিন্ন প্রকল্পের ঠিকা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, স্থায়ী কর্মীদের হারে তাঁদের বেতন বাড়াতে হবে,
(১২) ন্যাশনাল পেনশন প্রকল্প (এন.পি.এস.) বাতিল করে সকলের জন্য সর্বজনীন পেনশন চালু করতে হবে।