E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৭ বর্ষ ৪৬ সংখ্যা / ১০ জুলাই ২০২০ / ২৫ আষাঢ় ১৪২৭

রাজ্যজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে

জন্মদিবসে শ্রদ্ধায় স্মরণ কমরেড জ্যোতি বসুকে


নিজস্ব সংবাদদাতাঃ ৮ জুলাই, বুধবার দেশের কমিউনিস্ট আন্দোলনের অগ্রগণ্য নেতা কমরেড জ্যোতি বসুর ১০৭তম জন্মদিবস রাজ্যের নানা স্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এই উপলক্ষে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে ‘জ্যোতি বসু স্মারক বক্তৃতা’ প্রদান করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এই বক্তৃতায় তিনি কমরেড জ্যোতি বসু’র দীর্ঘ সংগ্রামী জীবন বিশেষ করে গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে গণআন্দোলন, মুখ্যমন্ত্রী হিসাবে বামফ্রন্ট সরকার পরিচালনায় গণমুখী ভূমিকা ও অসামান্য সাফল্য এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে অত্যুজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

এছাড়াও এদিন রক্তপতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান শিবির, স্বাস্থ্যপরীক্ষা শিবির, আলোচনাসভা, রাজনৈতিক শিক্ষাশিবির ইত্যাদি সংগঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে উপযুক্ত স্বাস্থ্যবিধি মান্য করে এ‍‌ই সমস্ত কর্মসূচি পালিত হয়েছে। এদিন পার্টির কলকাতা জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে ‘প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এই রক্তদান শিবির উদ্বোধন করেন পলিট ব্যুরো সদস্য বিমান বসু। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম, প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক কল্লোল মজুমদার প্রমুখ।

এদিন বিভিন্ন সংস্থা, সংগঠন, গণসংগঠনের পক্ষ থেকেও কমরেড জ্যোতি বসু’র জন্মদিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ক্রান্তি প্রেস ভবনে সিটিজেনস ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি’র পক্ষ থেকে ‘জ্যোতি বসু: শ্রমিক নেতা থেকে মুখ্যমন্ত্রী’ শীর্ষক একটি আলোচনাসভায় বক্তব্য রাখেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, টিইউসিসি নেতা অশোক ঘোষ, কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, পিটিএস নেত্রী অনুরাধা দেব প্রমুখ।

এদিন সিআইটিইউ রাজ্য দপ্তর শ্রমিক ভবনে রক্তপতাকা উত্তোলন করেন সিআইটিইউ নেতা দীপক দাশগুপ্ত। শহিদ বেদিতে তিনি ছাড়াও মাল্যদান করেন সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহুসহ নিরঞ্জন চ্যাটার্জি, দেবাঞ্জন চক্রবর্তী, দেবব্রত বিন্দু, সমীর সাহা প্রমুখ।

কমরেড জ্যোতি বসু’র জন্মদিবস উপলক্ষে এদিন পার্টির বিভিন্ন এরিয়া কমিটি, সিআ‍‌ইটিইউ, এসএফআ‍‌ই, ডিওয়াইএফআই প্রভৃতি বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিন রক্তদান শিবির, আলোচনাসভার পাশাপাশি বিভিন্ন জায়গায় লকডাউনের জেরে মানুষের কাছে রান্না করা খাবার, শিশুদের নানা সামগ্রীসহ শ্রমজীবী পরিবারের শিশুদের হাতে লেখাপড়ার সামগ্রীও তুলে দেওয়া হয়েছে।