E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪৩ সংখ্যা / ১০ জুন, ২০২২ / ২৬ জ্যৈষ্ঠ, ১৪২৯

অনার কিলিং প্রতিরোধে আইন প্রণয়নের দাবিতে তামিলনাডুতে বিক্ষোভ


অনার কিলিং প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নের দাবিতে জনসমর্থন সংগঠিত করতে তামিলনাডু অস্পৃশ্যতা দূরীকরণ ফ্রন্ট এবং অন্যান্য দলিত সংগঠন যৌথভাবে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। এরই অঙ্গ হিসেবে ২৮ মে রাজ্যজুড়ে বিক্ষোভ সংঘটিত করে এই সংগঠনগুলি। প্রসঙ্গত, সম্প্রতি সময়ে উত্তর ভারতের মতো তামিলনাডুতে অনার কিলিংয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। রাজধানী চেন্নাই সহ ভিল্লুপুরম, ভেলোর, হোসার, তিরুভান্নামালাই, ভিরুধুনগর, দিনদিগুল, মাদুরাই, থেনি, রামানাথাপুরম, ধর্মপুরি, নামাক্কাল এবং সালেমে এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। চেন্নাইয়ের সেদাপেটে এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুভাষিণী আলি। অনার কিলিংয়ের ন্যায় সামাজিক ব্যাধির প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। এই বিক্ষোভ কর্মসূচিতে তামিলনাডু অস্পৃশ্যতা দূরীকরণ ফ্রন্টের সাধারণ সম্পাদক স্যামুয়েল রাজ বক্তব্য রাখেন।