E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪৩ সংখ্যা / ১০ জুন, ২০২২ / ২৬ জ্যৈষ্ঠ, ১৪২৯

চাকরিতে স্থায়ীকরণের দাবিতে মাদুরাই পৌরসভায় ধর্মঘট


মাদুরাইতে ধর্মঘটী পৌর শ্রমিক-কর্মচারীদের অবস্থান।

কোর্টের অর্ডার অনুযায়ী স্থায়ীকরণের দাবিতে মাদুরাই পৌর নিগমের চুক্তিশ্রমিকরা গত ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। প্রায় ৬ হাজার শ্রমিক এই ধর্মঘটে শামিল হয়েছেন। এঁদের মধ্য রয়েছেন প্রায় আড়াই হাজার মহিলা শ্রমিক। সিআইটিইউ এবং অন্যান্য শ্রমিক ইউনিয়নের যৌথ নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। প্রসঙ্গত, আাদালত রায় দিয়েছে ৩৮৯ জন চুক্তি শ্রমিককে স্থায়ীকরণ করতে হবে। কিন্তু আদালতের এই নির্দেশকে রূপায়ণ করতে পৌর কর্তৃপক্ষ টালবাহানা করছে। এছাড়াও আরও অনেকগুলি দাবি রয়েছে ধর্মঘটীদের। সেই দাবিগুলি হলোঃ
● চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা সম্পূর্ণ প্রত্যাহার;
● ২০১৭ সাল থেকে অবসর নেওয়া শ্রমিকদের পেনশন দ্রুত চালু;
● পৌর পরিষেবার কাজকর্মে নিযুক্ত শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা;
● প্রতিহিংসামূলক বদলি বন্ধ প্রভৃতি।