৫৯ বর্ষ ৪৩ সংখ্যা / ১০ জুন, ২০২২ / ২৬ জ্যৈষ্ঠ, ১৪২৯
কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন
সিপিআই(এম)’র উদ্যোগে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ৩১ মে - ১ জুন দু'দিনের মুসলিম কনভেনশন অনুষ্ঠিত হলো।শহরের টাউন হলে এক উপচে পড়া জনসমাবেশের মধ্যদিয়ে এই কনভেনশনের উদ্বোধন করেন কেরালার প্রক্তন উচ্চশিক্ষা মন্ত্রী কে টি জলিল।
জলিল বলেন, আমরা কখনই ভারতকে পাকিস্তানের ন্যায় দেশে পরিণত হতে দিতে পারি না। ভারতের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা হলো অক্সিজেনস্বরূপ। ধর্মনিরপেক্ষতার নীতি ব্যতিরেকে ভারতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। ভারত সর্বদাই সমন্বয়বাদী ভাবধারায় চলেছে। কোনো ধর্মকে বাতিল করেনি। কিন্তু নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা একটা বিশেষ সম্প্রদায়কে উপেক্ষা করছে। সমস্ত ধর্ম আলাদা, কিন্তু তাদের বিশ্বাস এক। নরেন্দ্র মোদি সরকার নিপীড়নমূলক, বিপজ্জনক। আমরা ব্রিটিশদের পরাজিত করেছি, যারা শতাধিক বছর এদেশে রাজ করেছিল। আমরা অবশ্যই মোদি সরকারকে পরাজিত করব, তারাতো মাত্র আট বছর ক্ষমতায় রয়েছে। সিপিআই(এম) সমস্তরকম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে এবং সমস্ত ধর্মকে সমান সম্মান প্রদর্শন করে। কেরালায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো মেরুকরণ নেই। সেখানে হিন্দুদের জন্য পৃথক রাস্তা আর মুসলিমদের জন্য পৃথক রাস্তার কোনো ব্যাপার নেই। আমাদের এই ধরনের মেরুকরণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
এই কনভেনশনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সিপিআই(এম) কর্ণাটক রাজ্য কমিটির সদস্য মুনের কাটিপাল্লা বলেন কোনো পরিচিতি সত্তার রাজনীতিকে প্রশ্রয় দিতে কিংবা নির্বাচনী লাভের জন্য এই কমভেনশন সংগঠিত করছে না সিপিআই(এম)। এই কনভেনশনের মূল লক্ষ্য হলো ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা।
কনভেনশনে দুটি পৃথক অধিবেশনে ‘কর্ণাটক সাম্প্রদায়িকতাবাদের পরীক্ষাগার’ এবং ‘কর্ণাটকে মুসলিমদের অবস্থা’ শীর্ষক বিষয়ে আলোচনা হয়। ‘কর্ণাটক সাম্প্রদায়িকতাবাদের পরীক্ষাগার’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা করেন হাম্পি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক চন্দ্র পূজারী এবং রাজ্য সিপিআই(এম)’র সম্পাদকমণ্ডলীর সদস্য কে প্রকাশ। মুনের কাটিপাল্লা এই অধিবেশনে সভাপতিত্ব করেন। ‘কর্ণাটকে মুসলিমদের অবস্থা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক বি এম হানিফ এবং সমাজকর্মী বি পির ভাসা। পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কে নীলা এই অধিবেশনে সভাপতিত্ব করেন।