৬০ বর্ষ ৩০ সংখ্যা / ১০ মার্চ, ২০২৩ / ২৫ ফাল্গুন, ১৪২৯
ত্রিপুরায় বিজেপি’র সন্ত্রাসের রাজনীতি এবং গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার আহ্বান সিপিআই(এম) পলিট ব্যুরো’র
ত্রিপুরায় পার্টি অফিস পুড়িয়ে দিলো বিজেপি দুষ্কৃতীরা।
ত্রিপুরায় বামফ্রন্ট সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে বিজেপি’র বর্বর আক্রমণের তীব্র নিন্দা করল সিপিআই(এম) পলিট ব্যুরো। এক বিবৃতিতে পলিট ব্যুরো ত্রিপুরায় বিজেপি’র সন্ত্রাসের রাজনীতি এবং গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানিয়েছে।
৬ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, গত ২ মার্চ ত্রিপুরায় ভোটগণনা হয়েছে। গণনায় বিজেপি গরিষ্ঠতার দিকে এগোতেই দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করার লক্ষ্যে হিংসার বেলেল্লাপনা শুরু হয়ে যায় ত্রিপুরায়। এবারের ভোটে বিজেপি জোট কোনরকমে গরিষ্ঠতা পেয়েছে। এই ভোটে ১০ শতাংশেরও বেশি ভোট কমেছে বিজেপি’র, দলের নেতৃত্বাধীন জোট হারিয়েছে আগের ভোটে জেতা ১১টি আসন। তা মানতে না পেরেই বিজেপি’র এই হিংসার বেলেল্লাপনা।
এই হিংসার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। অবিলম্বে রাজ্য প্রশাসনের কাছে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।
পলিট ব্যুরো বলেছে, ইতিমধ্যেই গোটা ত্রিপুরায় ব্যাপক হিংসাত্মক আক্রমণ চালিয়ে অসংখ্য সিপিআই(এম) সমর্থকের বাড়ি ও সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনও চলছে শারীরিক আক্রমণ। সেই সঙ্গে তোলা আদায় করা হচ্ছে এবং সাধারণ মানুষের জীবিকার উপরে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণের এমন ঘটনা ঘটেছে হাজারেরও বেশি, যেখানে এখনও পর্যন্ত নিহত হয়েছেন তিন জন। তার মধ্যে ৬৬৮টি ঘটনার তথ্য জমা দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের কাছে। সিপিআই(এম) এবং বামফ্রন্টের প্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁকে পাওয়া যায়নি।
ওই বিবৃতিতে রাজ্য প্রশাসন এবং পুলিশকে অবিলম্বে হস্তক্ষেপ করে ত্রিপুরায় আইনের শাসন ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। বিজেপি’র আক্রমণে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে। একইসঙ্গে ত্রিপুরায় বিজেপি’র সন্ত্রাসের রাজনীতি এবং গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে পার্টির সমস্ত শাখাকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানিয়েছে পলিট ব্যুরো।