E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৩০ সংখ্যা / ১০ মার্চ, ২০২৩ / ২৫ ফাল্গুন, ১৪২৯

ত্রিপুরায় বিজেপি’র বর্বরতার বিরুদ্ধে সিআইটিইউ’র প্রতিবাদ


চড়িলামে ভষ্মীভূত বাড়ি।

৬ মার্চ সিআইটিইউ’র সাধারণ সম্পাদক তপন সেন এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিজেপি নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে বিরোধীপক্ষের নেতা-কর্মী সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের কার্যালয়ে। শ্রমিক-কর্মচারীরা তাঁদের কষ্টার্জিত অর্থ দিয়ে তিল তিল করে তাঁদের ইউনিয়নের যেসব কার্যালয় গড়ে তুলেছিলেন, বিজেপি’র গুন্ডারা সেগুলি ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা বর্বর হামলা চালিয়ে অজস্র ঘরবাড়ি লুট করেছে, হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে। এই ধারাবাহিক আক্রমণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারকে এখনই সাংবিধানিক দায়িত্ব পালন করে ত্রিপুরায় শাসকদলের গুন্ডাদের হিংসাত্মক আক্রমণ বন্ধ করতে হবে। এই আক্রমণের সময়ে রাজ্য প্রশাসন যে নীরব দর্শকের ভূমিকা নিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। সরকারকে অবিলম্বে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে হবে, তাঁদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে, রাজ্যে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক অবস্থা। একইসঙ্গে বিবৃতিতে সিআইটিইউ’র সমস্ত সদস্য এবং অনুমোদিত ইউনিয়নকে ত্রিপুরায় বিজেপি’র ফ্যাসিস্ত হামলার বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে।