E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ১৩ সংখ্যা / ১০ নভেম্বর, ২০২৩ / ২৩ কার্তিক, ১৪৩০

ইনসাফ যাত্রা

কাজ ও শিক্ষার অধিকার বুঝে নেওয়ার লড়াইকে তীব্র করে এগিয়ে চলেছে


নিজস্ব সংবাদদাতাঃ দেশ এবং রাজ্য থেকে দুর্নীতিবাজ-দাঙ্গাবাজদের হঠিয়ে সমাজ বদলের স্বপ্ন দেখার সাহস সম্বল করে যৌবনের ডাকে কোচবিহার থেকে কলকাতা অভিমুখে ইনসাফ যাত্রা কলকাতার দিকে এগিয়ে চলেছে। ৬০ দিন পর এই পদযাত্রা পৌঁছবে কলকাতায়। সেখানে ৭ই জানুয়ারি যুবদের ডাকে বিগেড সমাবেশ। কাজ ও শিক্ষার অধিকার সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই’র ডাকে চলমান তরঙ্গের মতো গ্রাম নগর মাঠ পাথার উথাল পাথাল করে শপথ-দৃপ্ত যুবক-যুবতীদের পদযাত্রা ব্যাপক সাড়া ফেলছে রাজ্যে। এই পদযাত্রার সুচনা হয় ৩ নভেম্বর কোচবিহার শহরে। ৩ নভেম্বর দিনটি ছিল সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা দিবস। সুচনা পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, 'যুবশক্তি' পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত, যুবনেতা ইব্রাহিম আলি প্রমুখ। পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের পর কোচবিহার জেনকিনস স্কুলের সামনে ইনসাফ যাত্রার সূচনা সভা হয়। তারপর শুরু হয় পথ চলা।পদযাত্রা প্রবেশ করে আলিপুরদুয়ার শহরে। পদযাত্রীদের স্বাগত সংবর্ধনা জানানো হয় বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে।

আলিপুরদুয়ার পদযাত্রা পৌঁছায় জলপাইগুড়ি জেলায়। পদযাত্রা শিলিগুড়ি শহরে পৌঁছালে পদযাত্রীদের উৎসাহিত করতে যুব নেতৃবৃন্দের সঙ্গে পদযাত্রায় পা মেলান সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। তদের সঙ্গে পা মেলান গণআন্দোলনের নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সমন পাঠক প্রমুখ।

শিলিগুড়ি থেকে পদযাত্রা উত্তর দিনাজপুর জেলা অভিমুখে এগিয়ে চলে। এই প্রতিবেদন লেখার সময় পদযাত্রা উত্তর দিনাজপুর পেরিয়ে দক্ষিণ দিনাজপুরের দিকে এগিয়ে চলেছে। অন্যান্য এলাকার মতো রায়গঞ্জ শহরেও সুবিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পদযাত্রাকে কেন্দ্র করে। এই সভায় বক্তব্য রাখেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা পলাশ দাশ সহ হিমঘ্নরাজ ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা প্রমুখ। পদযাত্রা মালদা জেলা পেরিয়ে এগিয়ে যাবে কলকাতা অভিমুখে। পদযাত্রাকে কেন্দ্র করে রাস্তার দুপাশে নেমেছে মানুষের ঢল। পদযাত্রীদের সঙ্গে চলছে তাঁদের অভিজ্ঞতা বিনিময়। মানুষের সোচ্চার সমর্থন ও ভালোবাসার আবেগ সম্পৃক্ত করেছে পদযাত্রার দাবিগুলিকে।