E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ১৩ সংখ্যা / ১০ নভেম্বর, ২০২৩ / ২৩ কার্তিক, ১৪৩০

গাজায় ইজরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে

যুদ্ধবিরোধী মিছিলে গর্জে উঠল কলকাতা


গাজায় ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে বামপন্থী দলগুলির মিছিল কলকাতার মহাজাতি সদন থেকে রামলীলা পার্ক।

নিজস্ব সংবাদদাতাঃ ৮ নভেম্বর কলকাতায় সিপিআই(এম) সহ ১০টি বামপন্থী দলের ডাকে এক সুবিশাল সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল থেকে ধিক্কার ধ্বনিত হলো জায়নবাদী ইজরায়েল সরকার এবং তার মদতদাতা যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। হাজারো মানুষের প্রতিবাদ-দৃপ্ত সোচ্চার এই মিছিল মহাজাতি সদন থেকে শুরু হয়ে রামলীলা ময়দানে শেষ হয়। মিছিল থেকে স্লোগান ওঠে, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘যুদ্ধ বন্ধ করে অবিলম্বে আলোচনার মধ্যদিয়ে গাজা ভূখণ্ডের সমস্যার সমাধান করতে হবে’, ‘ভারত সরকারকে প্যালেস্তাইনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়াতে হবে’ ইত্যাদি।

মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ। বিভিন্ন গণসংগঠনের সদস্যদের পাশাপাশি প্যালেস্তাইনের মানুষের প্রতি সংহতি জ্ঞাপনের এই মিছিলে সিপিআই(এম), সিপিআই, সারাভারত ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এসইউসিআই(সি), সিপিআই(এম-এল) লিবারেশন, আরসিপিআই, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক, ওয়ার্কার্স পার্টি, বলশেভিক পার্টির নেতৃবৃন্দও ছিলেন।

মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সভায় বিমান বসু বলেন, গোটা পৃথিবী জুড়েই প্যালেস্তাইনে মার্কিন মদতে ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। লন্ডন, প্যারিসেও প্রতিবাদ মিছিল হয়েছে সরকারের বিরোধিতা সত্ত্বেও। এই প্রতিবাদ জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে।

মহম্মদ সেলিম প্যালেস্তাইনের প্রতি কলকাতার সংহতির কথা উচ্চারণ করে বলেন, সারা বিশ্বের মানুষ ইজরায়েলের গণহত্যার বিরোধিতা করছে। প্রতিদিন অবরুদ্ধ করে প্যালেস্তাইনের মানুষের ওপরে গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। হিটলার যেভাবে ইহুদিদের মেরেছিল, ইজরায়েল আজকে সেভাবেই প্যালেস্তাইনের মানুষকে মারছে। এটা কোনো মুসলিম বনাম ইহুদি যুদ্ধ হচ্ছে না। মার্কিন তাঁবে থাকা আরব দেশগুলিও সেই জন্য চুপ করে আছে। কিন্তু ভারতে যে আরএসএস হিটলারকে সমর্থন করেছিল, তারাই এখন ইজরায়েলের গণহত্যাকে সমর্থন করছে ইসলামোফোবিয়া দেখিয়ে। আর এরাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস চুপ করে আছে।

বিক্ষোভসভায় অংশ নিয়ে বক্তব্য রেখেছেন ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি, আরএসপি’র রাজ্য সম্পাদক তপন হোড় এবং দলের নেতা রাজীব ব্যানার্জি, সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি ও দলের নেতা গৌতম রায়, সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার ও কার্তিক পাল, এসইউসিআই(সি)’র নেতা তরুণ মণ্ডল ও জুবের রব্বানি।