৫৮ বর্ষ ১৭শ সংখ্যা / ১১ ডিসেম্বর ২০২০ / ২৫ অগ্রহায়ণ ১৪২৭
মনু মুখোপাধ্যায় প্রয়াত
বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যু সংবাদে সংস্কৃতি মহলে শোকের আবহ তৈরি হয়। বাড়িতে গিয়ে প্রবীণ অভিনেতাকে অন্তিম শ্রদ্ধা জানান অভিনেতা শংকর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন দাস প্রমুখ। বিভিন্ন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকেও তাঁকে শ্রদ্ধা জানানো হয়। প্রবীণ অভিনেতার মৃত্যুতে আর্টিস্ট ফোরাম, অভিনেতৃ সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনদের সমবেদনা জানানো হয়।
পোশাকি নাম সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ডাকনাম মনু। পরবর্তীকালে সেই নামেই তিনি পরিচিত ও বিখ্যাত হন। ১৯৪৮ সালে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে আইএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করণিকের কাজ করতেন। কিন্তু অভিনয়ের প্রতি টান ছিল গভীর। সেই টানেই উত্তর কলকাতার থিয়েটার পাড়ায় অবাধ যাতায়াত ছিল। যুক্ত ছিলেন ‘রূপকার’ নাট্যগোষ্ঠীর সঙ্গে। এই সংস্থায় তিনি নিয়মিত অভিনয় করতেন। অসাধারণ আবৃত্তি করতেন। সেজন্য তাকে বিশ্বরূপায় প্রম্পট করার সুযোগ দেওয়া হয়। প্রসঙ্গত, তার বাবা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও থিয়েটারে প্রম্পটারের কাজ করতেন। সেখানেই পরবর্তীকালে অভিনয়ের সুযোগ পান এবং দর্শক মনে জায়গা করে নেন। ১৯৫৭ সাল থেকে পেশাদারী মঞ্চের নিয়মিত অভিনেতা হয়ে ওঠেন মনু মুখোপাধ্যায়। উত্তর কলকাতার থিয়েটার পাড়ায় প্রায় সমস্ত পেশাদার মঞ্চেই তিনি অভিনয় করেছেন। সেখান থেকেই পরবর্তীতে তার ছায়াছবিতে আত্মপ্রকাশ। ১৯৫৯ সালে মৃণাল সেন তাকে ‘নীল আকাশের নিচে’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে সুযোগ দেন। এই ছবিটি তাকে বিশেষভাবে পরিচিতি এনে দেয়। মৃণাল সেন ছাড়াও সত্যজিৎ রায়ের ছবিতেও তিনি অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন। গণশত্রু, জয় বাবা ফেলুনাথ ছবিতে ভন্ড সাধু মছলিবাবার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে মৃগয়া, মর্জিনা আবদুল্লা, পাতালঘর প্রভৃতি।
বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতে ও নিয়মিত বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে সংস্কৃতি জগত একজন সুঅভিনেতাকে হারালো।
কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত অভিনেতার দুই কন্যা বর্তমান।