E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৪৩ সংখ্যা / ১১ জুন, ২০২১ / ২৭ জ্যৈষ্ঠ, ১৪২৮

কেরালার বাম-গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের বাজেট

অগ্রাধিকার করোনার ভ্যাকসিন উৎপাদন, বিনামূল্যে বিতরণ, কাজ হারানো মানুষের পাশে থাকা সহ জনকল্যাণমূলক প্রকল্পে


নিজস্ব সংবাদদাতাঃ করোনার প্রথম প্রবাহ রোধে কেরালার সরকারের বিভিন্ন উদ্যোগ সারা পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছিল। এই মহামারী মোকাবিলায় ধারাবাহিকতা বজায় রাখতে পিনারাই বিজয়নের সরকার এবার কুড়ি হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ ঘোষণা করল। ভ্যাকসিন উৎপাদন থেকে করোনায় পরিবার হারানো শিশুদের পাশে দাঁড়ানো এবং কাজ হারানো মানুষকে সহায়তা প্রদানের মতো একাধিক মানবিক পরিকল্পনা চূড়ান্ত করেছে এলডিএফ সরকার। কৃষি শিল্পের প্রসারের প্রশ্নেও বরাদ্দ বাড়ানো হয়েছে এই বাজেটে।

নীতিগতভাবে কেরালা সরকার সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবি আগেই জানিয়েছে। এবার করোনা ভ্যাকসিনের গবেষণা ও উৎপাদনের জন্য পদক্ষেপ করতে চলেছে তারা। রয়েছে নিজ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদন করে তা বিনামূল্যে বিলির পরিকল্পনাও। এর পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসার আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগী হয়েছে পরপর দ্বিতীয় বার নির্বাচিত বাম গণতান্ত্রিক সরকার। এদিকে তিরুবনন্তপুরম ও কোঝিকোডে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ও ইবোলা রোগীদের জন্য পৃথক নিভৃতাবাসের সঙ্গে চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রতিটি সরকারি হাসপাতালে সংক্রামিত রোগ চিকিৎসার পৃথক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী কে এন বালগোপাল।

করোনা মোকাবিলার ক্ষেত্রে এবারে মা বাবা হারানোর শিশুদের সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। মহামারীর জেরে আর্থিক বিপর্যয় কাটিয়ে উঠতে আয় কমে যাওয়া বা কাজ হারানো মানুষকে দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় আনতে বদ্ধ পরিকর এই বামপন্থী সরকার। শিশুদের চিকিৎসার জন্য বাড়ানো হচ্ছে আইসিইউর সংখ্যা।

খবরের কাগজ বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা সহ নানা হকারদের জন্য দু’চাকার ইলেকট্রিক সাইকেল কেনার জন্য স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেবে সরকার। হকার ছাড়াও কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পে মোট ১৭০ কোটি টাকা বরাদ্দ করেছে এলডিএফ পরিচালিত সরকার। মহামারীতে ক্ষতিগ্রস্তদের এবং শিল্পেরন পুনরুজ্জীবনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বাজেটে।

কৃষি শিল্পের প্রসারের রাজ্যের পাঁচটি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ পার্ক তৈরি করছে সরকার ছোট মাঝারি শিল্প উদ্যোগ ঈদের শিল্পে বিনিয়োগ বাড়াতে কম সুদে ১০০ কোটি টাকা ঋণ দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ উন্নয়নে গুরুত্ব দিতে নেওয়া হয়েছে একটি রিনিউয়েবল এনার্জি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা।


কেরালা সরকারের বাজেটে অগ্রাধিকারের দিকগুলি -

১) মহামারী মোকাবিলায় ধারাবাহিকতা বজায় রাখতে কুড়ি হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ
২) নিজ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদন করে তা বিনামূল্যে বিলির পরিকল্পনা
৩) করোনায় মা-বাবা হারানো শিশুদের সুরক্ষার দিকেও নজর
৪) কৃষি শিল্পের প্রসারের রাজ্যের পাঁচটি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ পার্ক তৈরি
৫) ছোট মাঝারি শিল্প উদ্যোগগুলিতে শিল্পে বিনিয়োগ বাড়াতে কম সুদে ১০০ কোটি টাকা ঋণ দেবার পরিকল্পনা
৬) কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পে মোট ১৭০ কোটি টাকা বরাদ্দ