৫৯ বর্ষ ৩০ সংখ্যা / ১১ মার্চ, ২০২২ / ২৬ ফাল্গুন, ১৪২৮
আসন খুইয়েও উত্তরপ্রদেশ ধরে রাখলো বিজেপি পাঞ্জাবে কংগ্রেস পরাস্ত
নিজস্ব সংবাদদাতাঃ গোয়া মণিপুর পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড - এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট, পাঞ্জাব ছাড়া অন্যত্র সরকার গড়ার দাবিদার বিজেপি। উত্তরপ্রদেশে তীব্র মেরুকরণ এবং বিরোধী অনৈক্য সত্ত্বেও বিজেপি জিতেছে প্রচুর আসন খুইয়ে। সম্পূর্ণ ফলাফল সরকারিভাবে না বেরোলেও ২০১৭ সালের মতো ৩০০ আসন পেরোচ্ছে না বিজেপি - এটা পরিষ্কার। অন্যদিকে পাঞ্জাবে বিজেপির আসন সংখ্যা ৫ পেরোয়নি। এখানে জিতেছে আপ ৯২টি আসনে। আম আদমি পার্টি এখানে শাসকদল কংগ্রেসকে দ্বিতীয় স্থানে ঠেলে উঠে এসেছে এক নম্বরে।
অন্যদিকে ২০টি আসন পেয়ে গোয়াতে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। গোয়াতে কংগ্রেস পেয়েছে ১১টি আসন।
উত্তরাখণ্ডে বিজেপি ৪৭টি আসনে জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস ১৯টি আসন পেয়ে। মণিপুরেও বিজেপি এগিয়ে। জিতেছে ২৮টি আসন।
(ফলাফল অসম্পূর্ণ)