৫৮ বর্ষ ৫ম সংখ্যা / ১১ সেপ্টেম্বর ২০২০ / ২৫ ভাদ্র ১৪২৭
প্রয়াত কমরেড বিকাশ গুপ্ত
বিশিষ্ট আইনজীবী সিপিআই(এম) সদস্য কমরেড বিকাশ গুপ্তের জীবনাবসান হয়েছে। কমরেড গুপ্ত দীর্ঘদিন কিডনির অসুখে অসুস্থ ছিলেন। ৪ আগস্ট, শুক্রবার সন্ধ্যায় ইএম বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কমরেড গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের রাজ্য সভাপতি অশোক বক্সী এবং রাজ্য সম্পাদক অরিন্দম ভট্টাচার্য।
কমরেড বিকাশ গুপ্ত আইনকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি কমার্শিয়াল ট্যাক্স সংক্রান্ত পেশার কাজে দক্ষ ছিলেন। পার্টির দৈনিক, সাপ্তাহিক এবং অন্যান্য পত্র-পত্রিকার সাথে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। তৎকালীন গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের নেতৃত্ব পদে থেকে সংগ্রাম আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। সিপিআই(এম) নেতৃত্বের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ ছিল।
বিধাননগরের প্রাক্তন মেয়র, সিপিআই(এম) নেতা প্রয়াত দিলীপ গুপ্তের ভাই ছিলেন কমরেড বিকাশ গুপ্ত। তাঁরা প্রথমে মধ্য কলকাতার সারপেনটাইন লেনে একটি বাড়িতে বসবাস করতেন। পরে বিধাননগরে চলে যান। গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সংগঠনের চন্দননগর সম্মেলনে তিনি কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর তিনি কিডনির অসুখে ভুগছিলেন। তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হতো। তাঁর ভাইপো উত্তম গুপ্ত এদিন অশোক বক্সীকে জানিয়েছেন, খাট থেকে পড়ে গিয়ে কমরেড বিকাশ গুপ্ত মাথায় আঘাত পেয়েছিলেন। তাঁকে প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শুক্রবারই সন্ধ্যার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী স্বপ্না গুপ্ত গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর দুই কন্যা বর্তমান। ওই দিন রাতেই কমরেড গুপ্তের শেষকৃত্য নিমতলা শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে।