৬০ বর্ষ ১ সংখ্যা / ১২ আগস্ট, ২০২২ / ২৬ শ্রাবণ, ১৪২৯
অবশেষে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল
নিজস্ব সংবাদদাতাঃ ১১ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদরের ‘কেষ্ট’ ওরফে অনুব্রত মণ্ডলকে বাড়িতে ঢুকে গ্রেপ্তার করল সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে গোরু পাচার তদন্তে অসহযোগিতার অভিযোগে এদিন গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর আগে অনুব্রত মণ্ডলকে মোট ১০বার সমন পাঠিয়েছিল তাঁদের নিজাম প্যালেসের দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে। গত মে মাসে একবার মাত্র হাজিরা দিলেও, পরপর নানা অজুহাতে কার্যত সমন অগ্রাহ্য করে তৃণমূলের এই নেতা। ১০ আগস্ট দশমবার পাঠানো সমনের ভিত্তিতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে ১১ তারিখ সকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই আধিকারিকরা তার বাড়ি পৌঁছে যান। প্রায় ঘণ্টা দেড়েক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় অনুব্রত মণ্ডল কোনোরকম সহযোগিতা করেননি বলে অভিযোগ।
এরপরই বেলা সাড়ে দশটা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। এই হেভিওয়েট তৃণমূল নেতাকে পরবর্তী জিজ্ঞাসাবাদ পর্বের জন্য কলকাতার নিজাম প্যালেসে আনা হবে। সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় কেন্দ্রীয় বাহিনী অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে রাখে। এসময় তাঁর দেহরক্ষীদের কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। গ্রেপ্তারের পর আসানসোলে সিবিআই’র বিশেষ আদালতে তাঁকে তোলা হবে বলে সূত্রের খবর।