৬০ বর্ষ ১ সংখ্যা / ১২ আগস্ট, ২০২২ / ২৬ শ্রাবণ, ১৪২৯
স্বাধীনতার ৭৫ বছর পর তপশিলি জাতি ও আদিবাসীদের অবস্থা
দেবেশ দাস
ভারতের সংবিধান রচনা হয়েছিল জাত-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে মানুষের মধ্যে সমানাধিকারের স্বপ্ন নিয়ে। স্বাধীনতার ৭৫ বছর পরে তার কতটা আমরা পেয়েছি? এই সল্প পরিসরে শুধুমাত্র তপশিলি জাতি ও আদিবাসীদের ক্ষেত্রে এই ব্যাপারে পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যাক।
আমরা সকলেই জানি যে, স্বাধীনতার পরে এই পিছিয়ে পড়া অংশের জন্য সংরক্ষণ সহ আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলির সঠিক প্রয়োগ হয়েছিল কি? বা যদি ধরেও নিই যে ঠিকঠাক সেগুলি প্রয়োগ হয়েছিল, তাহলে আজ কী অবস্থা দাঁড়িয়েছে? পরিসংখ্যানই সে কথা বলবে।
একেবারে উচ্চস্তরে
আজকে সমাজের এক উচ্চস্তরে, রাষ্ট্রকাঠামোর মূল অংশে তপশিলি জাতি ও আদিবাসীরা কেমন সংখ্যায় আছে, তা একবার দেখা যাক। রাষ্ট্র কাঠামোর তিন স্তম্ভ - আইনসভা, বিচারব্যবস্থা, আমলাতন্ত্র। এই তিন স্তম্ভের সাথে আরেকটি স্তরের কথা আজকাল বলা হচ্ছে, তা হলো মিডিয়া। এই মোট চারটি স্তম্ভে একদম উচ্চস্তরে, তপশিলি জাতি ও আদিবাসীদের সংখ্যা সারণি-১-তে দেখানো হলো।
সারণি-১: রাষ্ট্রের তিন প্রধান স্তম্ভে দলিত-আদিবাসীদের অবস্থান
সাধারণের অবস্থা
না হয় একদম উপরের দিকে তপশিলি জাতি ও আদিবাসীরা নেই। পরিসংখ্যান বলবে, একটু নিচের দিকেও তপশিলি জাতি ও আদিবাসীদের চিত্র খুব ভালো নয়। এই ব্যাপারে প্রথম সারণি-২-এর দিকে তাকান। দেখা যাবে উচ্চপদে তপশিলি জাতি এবংআদিবাসীরা কম আছে, কিন্তু নিচের দিকেও (যেমন ধরুন খেতমজুর) তাদের সংখ্যা বেশি।
সারণি-২: তপশিলি জাতি, আদিবাসী, অন্যান্যদের বিভিন্ন পদে অবস্থান
এদের দরিদ্র অবস্থাটা বাস্তব
কেন এই অবস্থা? আমরা যদি সারণি-৩-এর দিকে তাকাই তবে দেখতে পাবো যে তপশিলি জাতি ও আদিবাসীদের অর্থনৈতিক সামর্থ্য কম। তারা যে ঘরে থাকে ও সেই ঘরের আসবাবপত্রেও এই অংশের মানুষের তুলনামূলক দারিদ্র্যের চিত্রটাই ফুটে ওঠে।
সারণি-৩: তপশিলি জাতি, আদিবাসী, অন্যান্যদের পবিবারের পরিসংখ্যান (শতাংশে)
স্বাস্থ্যে, শিক্ষায় পিছিয়ে
পয়সার অভাব থাকলে স্বাস্থ্যও ভালো থাকে না, এমনকী তার প্রভাব পড়ে স্বাস্থ্য সম্বন্ধে চেতনাতেও। এই ব্যাপারে সারণি-৪ দেখুন।
সারণি-৪: তপশিলি জাতি ও আদিবাসীদের স্বাস্থে অবস্থা
এই অংশের জন্য শিক্ষায় সংরক্ষণ, স্টাইপেন্ড থাকা সত্ত্বেও এরা সমান হয়নি অন্যদের সাথে। পরিসংখ্যানই তা বলবে। সারণি-৫ দেখুন।
সারণি-৫: তপশিলি জাতি ও আদিবাসীদের শিক্ষায় অবস্থা
যে কোনো কাজ করতে চেয়েও চাকরি নেই
তাই নিচু পদে, কায়িক শ্রমের জায়গাতেই বেশি ভিড় করছে এই মানুষজন। সারণি-২ দেখলে বুঝবেন কায়িক শ্রমের জায়গায় এদের ভিড় বেশি। আবার সরকারি চাকরিতে এদের জন্য সংরক্ষণ আছে। কিন্ত, এসব সত্ত্বেও এই অংশেই বেকার বেশি। এই ব্যাপারে সারণি-৬ দেখুন।
সারণি-৬: তপশিলি জাতি ও আদিবাসীদের বেকারির চিত্র
উপসংহার
উপরের তথ্যগুলি প্রমাণ করে যে তপশিলি জাতি ও আদিবাসীরা এখনো অনেক পিছিয়ে। আবার সমাজের এই প্রান্তিক মানুষদের উপর আক্রমণ দু ধরনের - অর্থনৈতিক ও সামাজিক। তপশিলি জাতি ও আদিবাসী ছেলে বিয়ে করে শোভাযাত্রা করলে তাকে খুন করা হয়, তপশিলি জাতি ও আদিবাসীর ঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদের মহিলাদের ধর্ষিতা হতে হয়। শুধুমাত্র তপশিলি জাতি বা আদিবাসী হলে তার উপর স্পষ্টভাবে একটা অপরাধ সংঘটিত হয় - জাত তুলে গালাগালি, জাতের জন্য লাঞ্ছনা-অপমান, আক্রমণ,খুন, ধর্ষণ। সে সবের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে এই ধরনের আক্রমণ বাড়ছে, অথচ সরকারের কোনো হেলদোল নেই। লড়াই তাই উভয় ক্ষেত্রেই - অর্থনৈতিক ও সামাজিক। এবং এই দুটি লড়াই চালাতে হবে একসাথে।
সূত্রঃ
১) ইলেকশন কমিশন, https://eci.gov.in
২) https://main.sci.gov.in/chief-justice-judges
৩) A Report on Reservation in Judiciary, National Commission for Scheduled Castes, 2011.
৪) রাজ্যসভায় প্রশ্নোত্তর, ২১-১১-২০১৯
৫) লোকসভায় প্রশ্নোত্তর, ৩০-০৭-২০১৪
৬) প্রেস নোট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ৪ আগস্ট ২০২০
৭) https://www.oxfamindia.org/sites/default/files/2019-08/Oxfam%20NewsLaundry%20Report_For%20Media%20use.pdf
৮) Indian Census Report, 2011.
৯) D. Ajit, Han Donker, Ravi Saxena, “Corporate Boards in India Blocked by Caste”’, Economic and Political Weekly, 47.31 (11 August 2012): 39-43.
১০) Reply to RTI of Matadeen Anuragi from University Grants Commission on 5 January, 2018.
১১) ALL India survey on higher education, 2019-20, Government of India, Ministry of Education, Department of Higher Education, New Delhi, 2020.
১২) Ministry of Personnel, Public Grievances & Pensions, Government of India, Annual Report 2017-18.
১৩) Women in Ritual Slavery, Anti Slavery International, 2007, www.antislavery.org
১৪) National Family Health Survey (NFHS - 5), 2019–21, Government of India, Ministry of Health and Family Welfare.
১৫) Meena Kumari, Sanjay K Mohanty, Caste, Religion and Regional Differentials in Life Expectancy at Birth in India: Cross-sectional Estimates from Recent National Family Health Survey, BMJ Open 2020;10:e035392. doi:10.1136/bmjopen-2019-035392
১৬) Health and Family Welfare Statistics in India 2019-20, Ministry of Health and Family Welfare, Government of India.