৫৮ বর্ষ ২৬ সংখ্যা / ১২ ফেব্রুয়ারি, ২০২১ / ২৯ মাঘ, ১৪২৭
কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কনভেনশন ওডিশায়
কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং কেন্দ্রীয় সরকারের তিনটি দানবীয় কৃষি আইনের বিরুদ্ধে ২৪ জানুয়ারি ওডিশার ভুবনেশ্বরে রাজ্য কনভেনশন আয়োজিত হয়। এই কনভেনশন থেকে দিল্লিতে অবস্থানরত কৃষক আন্দোলনের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন সিপিআইএম ওডিশা রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য জনার্দন পতি। সিপিআই(এম) রাজ্য সম্পাদক ওলি কিশোর পট্টনায়েক রাজধানীর কৃষক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তিনটি নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কনভেনশনে প্রস্তাব পেশ করেন।
সিপিআই নেতা অভয় সাহু সিপিআই(এমএল) লিবারেশন ওডিশা রাজ্য সম্পাদক জ্যোতি রঞ্জন মহাপাত্র, সারা ভারত ফরওয়ার্ড ব্লক ওডিশা রাজ্য কমিটির সম্পাদক শিবরাম, সিপিআই(এমএল) রেড ফ্ল্যাগ সুরেশ রাউত রায় সহ কংগ্রেস বিধায়ক কৃষক নেতা অমিয় পট্টনায়েক আম আদমি পার্টির নেতা নিশিকান্ত মহাপাত্র, সমাজবাদী পার্টির নেতা সুদর্শন প্রধান প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং গৃহীত প্রস্তাবকে ওডিশার জনগণের পক্ষ থেকে সমর্থন করেন। দিল্লিতে কৃষক আন্দোলনের সংগ্রামরত কৃষকদের ওপর বিজেপি সরকারের নিপীড়ন এবং অত্যাচারের বিরুদ্ধে সভায় সোচ্চার হন বিরোধী নেতারা। যেভাবে গায়ের জোরে অগণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লিতে গত সেপ্টেম্বর মাসে সংসদে এই তিনটি বিলকে পাস করানো হয়েছে সে সম্পর্কে তাঁরা তীব্র সমালোচনা করেন। সমস্ত রকম সংসদীয় রীতি-নীতি লঙ্ঘন করা এই ঘটনায় বিজেপি সরকারের স্বৈরাচারী এবং কর্পোরেটতোষণের ভূমিকা স্পষ্ট হয়েছে বলে বক্তব্য রাখেন নেতারা।
গৃহীত প্রস্তাবে আরও বলা হয়েছে, যে তিনটি আইন চালু করা হয়েছে সেই আইনগুলি রাজ্যের অধিকারে থাবা বসিয়েছে। সংবিধানে উল্লিখিত কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকার মধ্যে নির্দিষ্ট করা রয়েছে কৃষি সংক্রান্ত বিষয়টি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আগে পরামর্শ না করে, প্রাসঙ্গিক সুপারিশ না মেনে যৌথ তালিকাভুক্ত এই বিষয়ে আইন প্রণয়ন করা হয় এবং তা সংসদে পাস করানো হয়। তিনটি কৃষি বিলকে কেন্দ্র করে বিরোধী দলগুলির যে সমস্ত প্রস্তাব সংসদের সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিল, তা পর্যালোচনা না করেই কেন্দ্রীয় সরকার পরবর্তী পদক্ষেপ নেয়। কার্যত বিরোধীদের সমস্ত প্রস্তাব খারিজ করে দেয় এই সরকার। এমনকি রাজ্যসভায় ভোটাভুটি পর্যন্ত করতে দেওয়া হয়নি। রাজ্যসভার বহু সদস্যকে সাসপেন্ড করা হয় বিল সংক্রান্ত বিষয়ে ভোটাভুটির দাবিতে সংসদে ক্ষোভ দেখানোর জন্য।
কনভেনশন থেকে সর্বসম্মতিতে এই প্রস্তাব গৃহীত হয়। কৃষকদের সংগ্রামের পাশে দাঁড়ানোর জন্য ওডিশার জনগণকে আহবান জানানো হয়। এমএসপি বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য নতুন আইন তৈরি করার দাবিও এই কনভেনশন থেকে সর্বসম্মতিতে গৃহীত হয়।
গৃহীত প্রস্তাবে আরও বলা হয়েছে, তিনটি কৃষক আইন কৃষকদের স্বার্থকে শুধু গুঁড়িয়েই দেয়নি এই আইন কৃষকদের সমস্ত অংশের স্বার্থেরই ভীষণভাবে বিরোধী। অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করার মধ্য দিয়ে বৃহৎ ব্যবসায়ী এবং কর্পোরেটদের মজুদদারির পথকে সুগম করেছে বিজেপি-আরএসএস’র এই সরকার।
এর ফলে অত্যাবশ্যকীয় পণ্যের বাজার সম্পূর্ণভাবেই কর্পোরেটদের কুক্ষিগত হবে। কনভেনশন থেকে ওডিশা রাজ্য জুড়ে প্রচার আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।