৫৮ বর্ষ ৩০ সংখ্যা / ১২ মার্চ, ২০২১ / ২৭ ফাল্গুন, ১৪২৭
সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে প্রচারে বিপুল উৎসাহ
মেদিনীপুর শহরে সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা।
নিজস্ব সংবাদদাতাঃ বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তির নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করে রাজ্যে প্রকৃত জনমুখী বিকল্প সরকার গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে জোরালো প্রচার চলছে। আগামী ২৭ মার্চ এবং ১ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে প্রচারে নেমে পড়েন কর্মীরা। ৫ মার্চ প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়। ১০ মার্চ অবশিষ্ট ৬ দফার নির্বাচনের জন্য সংযুক্ত মোর্চার পক্ষে বামফ্রন্ট প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। এই প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন, পথসভা, জনসভা, মিছিল ইত্যাদিতে শ্রমিক, কৃষক, মহিলা প্রভৃতি নানা অংশের সাথে বিপুল অংশের যুব-ছাত্রদের উপস্থিতি সংযুক্ত মোর্চার প্রচারে বাড়তি মাত্রা এনে দিয়েছে।
বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী তালিকায় এক ঝাঁক তরুণ-তরুণী ও যুবক-যুবতী প্রার্থী হিসেবে নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। এই তালিকা অনুযায়ী নন্দীগ্রাম কেন্দ্রে রয়েছেন ডিওয়াইএফআই’র রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, সিঙ্গুরে এসএফআই'র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, বালিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএফআই’র যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, জামুড়িয়ায় লড়ছেন জেএনইউ ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা ঐশী ঘোষ, কামারহাটিতে লড়ছেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, বর্ধমান দক্ষিণ কেন্দ্রে শহিদ প্রদীপ তা’র কন্যা এসএফআই নেত্রী পৃথা তা, ডায়মন্ডহারবার কেন্দ্রে এসএফআই রাজ্য সভাপতি প্রতীক উর রহমান, কসবা কেন্দ্রে যুবনেতা শতরূপ ঘোষ, রাজারহাট কেন্দ্রে যুবনেতা সপ্তর্ষি দেব, খড়দহ কেন্দ্রে যুবনেতা দেবজ্যোতি দাস, জয়নগরে অপূর্ব প্রামানিক, সোনারপুর উত্তর কেন্দ্রে মোনালিসা সিনহা, ঝাড়গ্রাম কেন্দ্রে এসএফআই’র প্রাক্তন নেত্রী মধুজা সেনরায়, চণ্ডীপুরে আশিস গুছাইত, পাঁশকুড়ায় সেখ ইব্রাহিম আলি, চাকুলিয়ায় আলি ইমরান রামজ, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে প্রতীপ দাশগুপ্ত, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অভিনেতা দেবদূত ঘোষ উল্লেখযোগ্য। এই তরুণদের প্রার্থী করায় প্রচারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
হলদিয়ায় প্রচারের মিছিলে সংযুক্ত মোর্চার প্রার্থী মণিকা কর পাইক।
প্রসঙ্গত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনার মোট ৯০টি আসনে প্রথম ও দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংযুক্ত মোর্চার প্রচারে সর্বাগ্রে উঠে আসছে বেকারি, কর্মসংস্থান, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রাজ্যের তৃণমূল সরকারের অপশাসন, গণতন্ত্র বিরোধী পদক্ষেপ, সীমাহীন দুর্নীতি, কেলেঙ্কারি, মিথ্যাচার, বিজেপি’র সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি ও নীতিহীন দলবদলের খেলা ইত্যাদি জনজীবনের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সম্প্রতি কলকাতায় নির্বাচনী কর্মী সভার আহ্বান রেখেছেন, শুধুমাত্র কর্মী সভা, বড়ো বড়ো সভা-মিছিল করলেই হবে না, কেবল সমর্থকদের কাছে পৌঁছালেই হবে না, বিকল্প শক্তির বার্তাকে প্রতিটি বুথ স্তরে নিয়ে যেতে হবে। জয়ী করতে হবে সংযুক্ত মোর্চার প্রার্থীকে। তিনি বলেন, মানুষের জীবন-জীবিকা, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ওপর আক্রমণের মোকাবিলায় শ্রেণি ও সামাজিক শক্তিগুলির ঐক্য গড়ে তোলাই একমাত্র পথ। লকডাউন, আমফান পর্ব থেকে বামপন্থীদের ধারাবাহিক সংগ্রামের ময়দানে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই সময়কালে বামপন্থীদের ধারাবাহিকভাবে তৎপরতা বৃদ্ধি পেয়েছে, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, বামপন্থীরা বিশেষত বামপন্থী ছাত্র-যুবরা মানুষের পাশে থেকেছেন, ত্রাণ কার্য পরিচালনা করেছেন। অজস্র কমিউনিটি ক্যান্টিন পরিচালনা করেছেন। পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছেন। ২৬ নভেম্বরের সাধারণ ধর্মঘট, ৮ ডিসেম্বরের হরতাল, মহিলা এবং ছাত্র-যুবদের নবান্ন অভিযান সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের মাঠ ছাপানো জনজোয়ারে আরও প্রমাণিত হয়েছে বামপন্থীদের রাস্তায় থাকা এবং মানুষের সমর্থন। তিনি বলেছেন, ইতিবাচক এই পরিস্থিতিতেই বাম, কংগ্রেস এবং আইএসএফ-কে নিয়ে গড়ে ওঠা সংযুক্ত মোর্চা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি-তৃণমূলকে। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার বদলে রাজ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিটি বামপন্থী কর্মীর দায়িত্ব বুথ স্তরে সংগঠন মজবুত করে এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করে বিকল্পের পথে অগ্রসর হতে হবে।
প্রতিটি কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার, সভা, মিছিল ইত্যাদির পাশাপাশি সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মানুষের ঢল নামতে দেখা গেছে। ৮ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সুশান্ত ঘোষ, গড়বেতা কেন্দ্রের তপন ঘোষ, কেশপুর কেন্দ্রে রামেশ্বর দোলই এবং মেদিনীপুর কেন্দ্রে সিপিআই প্রার্থী তরুণ ঘোষদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সুবিশাল বর্ণময় মিছিল দীর্ঘপথ পরিক্রমা করে। এদিন মীরবাজারে সিপিআই(এম) জেলা দপ্তর থেকে শুরু হওয়া এই মিছিল কর্নেলগোলা, গোলকুঁয়াচক, কলেজ রোড, রবীন্দ্রমূর্তি, গান্ধী মূর্তি, বিদ্যাসাগর মূর্তি হয়ে এলআইসি মোড়, কালেক্টরেট মোড় হয়ে জেলা শাসকের দপ্তরে যায়। মেদিনীপুর শহরের এই মিছিলে পা মেলান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, জেলা সম্পাদক তরুণ রায়, কংগ্রেস নেতা শম্ভু চ্যাটার্জি, সিপিআই জেলা সম্পাদক অশোক সেন সহ সংযুক্ত মোর্চার নেতৃবৃন্দ।
সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে সুবিশাল মিছিল খড়্গপুরে।
এছাড়া কেশিয়াড়ি কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী পুলিনবিহারী বাস্কে, খড়্গপুর কেন্দ্রের সৈয়দ সাদ্দাম আলি এবং দাঁতন কেন্দ্রে সিপিআই প্রার্থী শিশিরকুমার পাত্র খড়্গপুরে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। এই উপলক্ষেও খড়্গপুর শহরের ইন্দা মোড় থেকে বর্ণময় পতাকা শোভিত মিছিল সংগঠিত হয়।
এদিন ঝাড়গ্রাম জেলায়ও সংযুক্ত মোর্চার চার প্রার্থী - ঝাড়গ্রাম কেন্দ্রে সিপিআই (এম)’র মধুজা সেন রায়, বিনপুর কেন্দ্রে দিবাকর হাঁসদা, নয়াগ্রাম কেন্দ্রে হরিপদ সোরেন এবং গোপীবল্লভপুর কেন্দ্রে প্রশান্ত দাস মনোনয়নপত্র দাখিল করেন।
পুরুলিয়া জেলায় রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে পারা কেন্দ্রে সিপিআই(এম)’র স্বপন বাউরি, কাশীপুর বিধানসভা কেন্দ্রে মল্লিকা মাহাতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া পুরুলিয়া মহকুমা শাসকের দপ্তরে জয়পুর বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বীরেন মাহাতো এবং বলরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী উত্তম ব্যানার্জি মনোনয়ন দাখিল করেছেন।
ঝাড়গ্রামে প্রচার মিছিলে সিপিআই(এম) প্রার্থীরা।
অন্যদিকে এদিন পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সুতনু মাইতি, খেঁজুরি (তফশিল) কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী হিমাংশু দাস, কাঁথি দক্ষিণ কেন্দ্রে সিপিআই প্রার্থী অনুরূপ পন্ডা এবং রামনগর কেন্দ্রে সিপিআই (এম) প্রার্থী সব্যসাচী জানা। সংযুক্ত মোর্চার এই চার প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করেও মিছিল করার অনুমতি না পেলেও উপস্থিত ছিলেন বহু মানুষ।
এদিন বাঁকুড়ার খাতড়ায় রানিবাঁধ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দেবলীনা হেমব্রম, তালডাংরা কেন্দ্রে সিপিআই(এম)’র মনোরঞ্জন পাত্র এবং বাঁকুড়ার শালতোড়ায় সিপিআই(এম) প্রার্থী নন্দদুলাল বাউড়ি ও ছাতনা কেন্দ্রে আরএসপি প্রার্থী ফাল্গুনি মুখার্জির মনোনয়নকে কেন্দ্র করে মিছিলে অংশ নেন বহু মানুষ।