E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১৩ সংখ্যা / ১২ নভেম্বর, ২০২১ / ২৫ কার্ত্তিক, ১৪২৮

সুব্রত মুখার্জি-র জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ ৪ নভেম্বর জীবনাবসান হলো প্রবীণ রাজনীতিবিদ, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জির। বেশ কিছুদিন ধরেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন হাসপাতালেই তিনি রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৫ নভেম্বর কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি কর্মরত ছিলেন দীর্ঘদিন। তাঁর মৃত্যুতে পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করে সমবেদনা জানান সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ৫ নভেম্বর রবীন্দ্রসদনে সূর্যকান্ত মিশ্র, পার্টিনেতা সুজন চক্রবর্তী, রবীন দেব, সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রয়াত সুব্রত মুখার্জির মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

৫ নভেম্বর দুপুরে রবীন্দ্র সদন থেকে তাঁর মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিধায়করা প্রয়াত মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান।