E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১ সংখ্যা / ১৩ আগস্ট, ২০২১ / ২৭ শ্রাবণ, ১৪২৮

জনজীবনের জরুরি দাবি নিয়ে সেপ্টেম্বর জুড়ে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের ডাক সিপিআই(এম)’র


নিজস্ব সংবাদদাতাঃ দেশে একদিকে কোভিড মহামারীর ভয়াবহ সংক্রমণের বিপদ, অন্যদিকে দেশের মানুষের জীবনজীবিকার ওপর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ধারাবাহিক আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর মাস জুড়ে কেন্দ্রের কাছে ১৫ দফা দাবির ভিত্তিতে আন্দোলনের ডাক দিয়েছে সিপিআই(এম)। গত ৬ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কোভিড সংক্রমণের মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা, অন্যদিকে কেন্দ্রের নীতির ফলে দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ওপর চরম দুর্দশার বোঝা চাপছে। বেকারি বাড়ছে তীব্র হারে। মুদ্রাস্ফীতির পাশাপাশি দারিদ্র্য বাড়ছে বিপজ্জনকভাবে। স্বল্প আয়ের সঙ্গে বেকারত্বের দ্বিগুণ আক্রমণ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন জীবিকার সর্বনাশ হচ্ছে। ঋণের জালে জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মানুষকে রিলিফ দেবার বদলে বিজেপি সরকার দেশের সম্পদ লুট করছে, জনগণের সম্পদ ব্যাপক মাত্রায় বেসরকারিকরণ করছে। একইসঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করছে, মহিলা-দলিত এবং আদিবাসীর ওপরে আক্রমণ বেড়ে চলেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে ১৫ দফা দাবির ভিত্তিতে সেপ্টেম্বর মাসে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিপিআই(এম)। এই দাবিগুলি হলো -
(১) ভ্যাকসিন সংগ্রহ এবং বিনামূল্যে সর্বজনীন টিকাকরণের কাজ ত্বরান্বিত করা, কোভিডে মৃত পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার প্রসার;
(২) আয়করদাতা নয় এমন পরিবারকে প্রতি মাসে ৭,৫০০ টাকা প্রদান;
(৩) সমস্ত অভাবী মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ বিনামূল্যে খাদ্যের কিট বিতরণ;
(৪) সমস্ত পেট্রোপণ্যে বর্ধিত কেন্দ্রীয় শুল্ক প্রত্যাহার করে গতিশীল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ;
(৫) কৃষি আইন বাতিল, সি২+৫০ শতাংশ হিসেবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি;
(৬) রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ বন্ধ করো এবং শ্রমকোড বাতিল করো;
(৭) শ্রমজীবী মানুষের ধর্মঘট ও মজুরি নিয়ে দরকষাকষির অধিকার সুরক্ষিত করো;
(৮) ঋণ নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য আর্থিক স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করো;
(৯) ২০০ দিনের কাজ ও মজুরি দ্বিগুণ করে এমজিএন রেগা প্রকল্পের কাজ সম্প্রসারণ করো;
(১০) শহরে কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চালু করতে হবে;
(১১) কর্মসংস্থান ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোয় সরকারি বিনিয়োগ বন্ধ করতে হবে;
(১২) শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের টিকাকরণে অগ্রাধিকার দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে;
(১৩) পেগাসাস স্পাইওয়্যারের নজরদারির জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্ত করতে হবে;
(১৪) রাফালে চুক্তির উচ্চ পর্যায়ের তদন্ত এবং আগের চুক্তি বাতিল করে উচ্চমূল্যে নতুন চুক্তি কেন করা হলো;
(১৫) ভীমা কোরেগাঁও মামলা এবং সিএএ’র প্রতিবাদে কারারুদ্ধ রাজনৈতিক বন্দি, দানবীয় ইউএপিএ ধারায় আটক সহ সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে।

মহামারী এবং লকডাউনের বিধিনিষেধ বিবেচনায় রেখেই এই দাবিগুলি নিয়ে দেশব্যাপী সর্বস্তরে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানিয়েছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি।