E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ১৩শ সংখ্যা / ১৩ নভেম্বর ২০২০ / ২৭ কার্ত্তিক ১৪২৭

উপনির্বাচনে বেশিরভাগ রাজ্যেই জয়ী শাসকদল


নিজস্ব সংবাদদাতাঃ বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গেই ৩ নভেম্বর দেশের ১১ টি রাজ্যের ৫৯ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, ছত্তিশগড়, ঝাড়খ, ওডিশা, তেলেঙ্গানা, নাগাল্যান্ড এবং মণিপুরে অনুষ্ঠিত উপনির্বাচনগুলিতে ব্যতিক্রম থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই জয়ী হয়েছে রাজ্যের শাসকদল। এরমধ্যে মধ্যপ্রদেশেই সবথেকে বেশি সংখ্যক বিধানসভা কেন্দ্রে (২৮) উপনির্বাচন হয়। মধ্যপ্রদেশের ২৩০ আসন বিশিষ্ট বিধানসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপি-তে যোগ দেওয়ায় সরকার পরিবর্তন হয়। দলবিরোধী আইনে বিধায়ক পদ খারিজ হওয়ার আশঙ্কায় ওই বিধায়করা ইস্তফা দিলে আসনগুলি খালি হয়। যেখানে একটি কেন্দ্র বাদে বাকি সবক’টিতেই কংগ্রেসের বিধায়ক ছিল। রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি’র গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৯ জন বিধায়কের। এই উপনির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি ১৯টি আসন পেয়েছে, কংগ্রেস পেয়েছে ৯ টি।

উত্তরপ্রদেশে অধিকাংশ আসন জিতেছে বিজেপি। এখানে সাতটি আসনে উপনির্বাচন হয়। সমাজবাদী পার্টি জয়ী হয়েছে একটি আসনে।

গুজরাটে আটটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। যেখানে বিজেপি জয়ী হলেও ভোট শতাংশের হিসেবে স্পষ্ট কংগ্রেস জোরদার লড়াই করেছে।

হরিয়ানায় রাজ্যের শাসকদলের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের ইন্দুরাজ নারওয়াল।

ওডিশার দু’টি কেন্দ্র বালাসোর এবং তিরতলে জয়ী হয়েছে শাসকদল বিজেডি।

ছত্তিশগড়ের একটি আসনে উপনির্বাচন হয়। সেখানে জয়ী হয়েছে কংগ্রেস।

ঝাড়খণ্ডের দু’টি কেন্দ্র দুমকা এবং বার্মোতে ভোট হয়। দু’টি আসনেই শাসক জোটের দুই দল জেএমএম এবং কংগ্রেস জয়ী হয়েছে।

কর্ণাটকে শিরা এবং রাজারাজেশ্বরী নগর-এই দু’টি কেন্দ্রে জয়ী হয়েছে রাজ্যের শাসকদল বিজেপি।

তেলেঙ্গানার দুব্বাক বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি।

মণিপুরের চারটি আসনে জিতেছে বিজেপি এবং একটিতে নির্দল প্রার্থী। নাগাল্যান্ডের সাউদার্ন অঙ্গামি-১ কেন্দ্রে জিতেছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি। অপর কেন্দ্র পুংরো কিফিরে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী।