E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ১০ সংখ্যা / ১৩ অক্টোবর, ২০২৩ / ২৫ আশ্বিন, ১৪৩০

নিয়োগ দুর্নীতির তদন্তে আদালতের ভর্ৎসনায় তল্লাশিতে সক্রিয় সিবিআই


নিজস্ব সংবাদদাতাঃ ৮ অক্টোবর পৌরস্তরের নিয়োগ দুর্নীতির হাইকোর্ট নির্দেশিত তদন্তে আবার রাজ্যে ১২ জায়গায় হানা দিল সিবিআই। কলকাতা ছাড়া মূলত উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তল্লাশি চলে। এদিন দমদম, উত্তর দমদম, টাকি, কৃষ্ণনগর পৌরসভায় এই তল্লাশি চলে। দীর্ঘ তল্লাশির শেষে সিবিআই’র আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন বিপুল নথি। কলকাতা হাইকোর্টের নির্দেশে ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’ সহ সব একযোগে তদন্ত করছে সিবিআই এবং ইডি। এই পর্বে প্রায় আড়াই বছর বাদে এই ধরনের পদক্ষেপ করল এই দুই সংস্থা। রাজ্যের বর্তমান ও প্রাক্তন মন্ত্রীর বাসভবনও এই তল্লাশি থেকে বাদ যায়নি। পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে এবং প্রাক্তন পরিবহণ মন্ত্রী বর্তমানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়ি ও দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে হানা দেন সিবিআই-এর আধিকারিকরা। ফিরহাদ হাকিম সহ প্রভাবশালীদের বাড়ি প্রায় ১০ ঘণ্টা তল্লাশির সময় আগাগোড়া কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল। এদিন কলকাতা ছাড়াও ১২ জায়গায় একাধিক বর্তমান ও প্রাক্তন পৌর প্রধানদের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। হালিশহর, কৃষ্ণনগর, টাকি, নিউ ব্যারাকপুর, কাঁচড়াপাড়ার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানদের বাড়িতেও চলেছে তল্লাশি। জানা গেছে, ইডি তদন্ত করে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে এই পর্বের তল্লাশি সিবিআই’র। আদালতে বারেবারে ভর্ৎসনার জেরে তদন্তে গতি বাড়াতে বাড়াতে এই তল্লাশি চালিয়েছে দুই কেন্দ্রীয় সংস্থা। রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, যিনি আগে তৃণমূলে ছিলেন তাঁর বাড়িতেও তল্লাশি চলে। তিনি রানাঘাট পৌরসভার প্রাক্তন তৃণমূলী চেয়ারম্যান। বিজেপি এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেয়নি। বাকি ৬০টি পুরসভার মতো এখানেও অয়ন শীলের সংস্থা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে। মুখ্যমন্ত্রীর ভাইপোর সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারের পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানের কাউন্সিলর মীরা হালদারের বাড়িতে এদিন তল্লাশি চলে। উলুবেড়িয়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও এই তল্লাশি চলে। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি।

৫ অক্টোবর খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ একাধিক পৌরসভার চেয়ারম্যানের এবং প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ৫ অক্টোবর কামারহাটি পৌরসভার উপপ্রধান তুষার চ্যাটার্জি এবং কামারহাটি পৌরসভার চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডি তল্লাশি চালায়। সেদিন ইডি উত্তর ২৪ পরগনার একাধিক পৌরপ্রধান এবং প্রাক্তন প্রধানদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল।

এপ্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘ভয়াবহ দুর্নীতি কোনও সন্দেহ নেই। কিন্তু সিবিআই খুঁজে বের করবে তো? নাকি কেবল খোঁচাখুচি চলবে? মাথা পর্যন্ত তো যেতে হবে।’’ অপরাধের মূল পর্যন্ত না যাওয়ায় নিয়োগ দুর্নীতির তদন্ত ঘিরে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই। সিপিআই(এম) প্রশ্ন তুলেছে, দিল্লি থেকে কার নির্দেশে তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে সেটিও দেখা দরকার।

রাজনৈতিক মহলের বড়ো অংশের মত, নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের ভর্ৎসনা এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির পদক্ষেপে রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি’র প্রতি মানুষ বিমুখ হচ্ছেন। এই বিব্রতকর পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ভাইপো সাংসদ রেগার পাওনা নিয়ে গট আপ গেম খেলছেন।

প্রসঙ্গত, গত কয়েকবছর ধরেই রাজ্যে তৃণমূল নেতা-মন্ত্রী এবং মন্ত্রীঘনিষ্ঠদের বাড়ি, ফ্ল্যাটের বেডরুমে, ড্রয়িং রুমে, কখনও বা খাটের তলা থেকে নগদ কোটি কোটি টাকা উদ্ধারের ছবি ইডি’র প্রকাশিত টুইটে দেখেছিলেন রাজ্যবাসী। একই সঙ্গে শুধু টাকা নয়, তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে থরে থরে সাজানো ওএমআর শিটের ছবিও প্রকাশ করে ইডি। নিয়োগ দুর্নীতির চেহারা আরও একবার স্পষ্ট করেছিল ওই ছবি। টেটের ওএমআর শিটের পাশাপাশি রাজ্যের একাধিক পৌরসভার বিভিন্ন পদের পরীক্ষার উত্তরপত্রও ছিল তাতে। প্রতিটি ওএমআর শিট’ই আসল, তাতে পরীক্ষার্থীর পেনের কালির দাগও স্পষ্ট। একজন প্রোমোটারের বাড়ি থেকে উদ্ধার হয় টেটের ওএমআর শিট, পৌরসভার বিভিন্ন পদের পরীক্ষার উত্তরপত্র! তৃণমূল সরকারে আসার পরে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ শান্তনু ব্যানার্জির ‘বন্ধু’ প্রোমোটার অয়ন শীলের সংস্থাকেই পৌরসভার নিয়োগের ক্ষেত্রে থার্ড পার্টি এজেন্সি হিসাবে চিহ্নিত করেছিল সরকার। অধিকাংশ পৌরসভায় নিয়োগের বরাত পেয়েছিল ধৃত প্রোমোটার অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। অয়ন শীলের পর কোনো বড়ো মাপের গ্রেফতারি না থাকার বিষয়টি উল্লেখ করে ওয়াকিবহাল মহলের একাংশের মত, এই যাবতীয় তল্লাশি আদালতে কত দ্রুত গুরুত্ব দিয়ে পেশ করবে তার ওপর অনেক কিছু নির্ভর করবে।