E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৩৫ সংখ্যা / ১৪ এপ্রিল, ২০২৩ / ৩০ চৈত্র, ১৪২৯

ব্যারিকেড, উদ্ধত লাঠিকে রুখে বারাসতে ছাত্র-যুব-মহিলাদের বাঁধভাঙা অভিযান

দশ প্রতিবাদকারীর জেল হেপাজত


বারাসতে ছাত্র-যুব-মহিলাদের জেলা পরিষদ অভিযান।

নিজস্ব সংবাদদাতাঃ ছাত্র-যুব-মহিলাদের ন্যায্য দাবি আর অধিকার বুঝে নিতে প্রতিবাদ-প্রতিরোধে আন্দোলিত বিক্ষোভে উত্তাল হলো বারাসত। ১১ এপ্রিল উত্তর ২৪ পরগনার প্রতিবাদী ছাত্র-যুব-মহিলাদের স্রোত আছড়ে পড়েছিল বারাসতে জেলা পরিষদের সামনে। সেখানে তৃণমূলের মারমুখী পুলিশের লাঠি ও বাধাকে অতিক্রম করে দৃপ্ত যৌবন আন্দোলনের নতুন এক অভিমুখ রচনা করল। শাসকদলের তাঁবেদার পুলিশের বেপরোয়া লাঠির আঘাতে আহত হন অনেকে,আন্দোলনকারী ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তবুও দমানো যায়নি প্রতিবাদী জনস্রোতকে।

শাসকদল তৃণমূলের লাগামহীন দুর্নীতি রুখে,চুরি-লুট মুক্ত মানুষের পঞ্চায়েত গড়তে, ফসলের ন্যায্য দাম ও সারের ওপর ভরতুকি,নারীদের মর্যাদা ও সুরক্ষা, সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি নিয়ে ডাক দেওয়া হয়েছিল এদিনের অভিযান। এরই পাশাপাশি আরএসএস-বিজেপি’র সাম্প্রদায়িক রাজনীতি ও তাদের সঙ্গে গোপন সখ্যে তৃণমূলের ঘৃণ্য রাজনীতির মোকাবিলার আহ্বানও ছিল। এসএফআই-ডিওয়াইএফআই এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে তীব্র দাবদাহকে উপেক্ষা করেই তিনটি গণসংগঠনের ডাকে সাড়া দিয়ে অগণিত ছাত্র যুব মহিলা যোগ দেন অভিযানে। হাজারো আন্দোলনকারী বেলা দু'টো নাগাদ হেলাবটতলা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ মিছিল নিয়ে কোর্টের বাজারের সামনে এলে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টা করে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়া লাঠি চালায়। তবুও আন্দোলনকারীদের লড়াইয়ের তীব্র মনোভাবের কাছে হার মানে পুলিশ,মিছিল ব্যারিকেড ভেঙে এদিয়ে যায় জেলা পরিষদের গেটে। আন্দোলনকারীদের কয়েকজন জেলা পরিষদের দেয়ালে লিখে দেন - ‘চোর তৃণমূল’। এদিন মিছিল শুরুর আগে ছাত্র-যুব-মহিলা নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। পুলিশের এই হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এদিন সন্ধ্যায় বারাসত থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত হয়।

এদিকে ১২ এপ্রিল ধৃত আন্দোলনকারী ১০ জন ছাত্র-যুবকে বারাসত আদালত ৭ দিন জেল হেপজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালতে আইনজীবীরা ছাত্র-যুবদের মুক্তির দাবিতে আইনি লড়াই করেছেন। আবার এদিনই শতাধিক আইনজীবী ছাত্র-যুবদের গ্রেপ্তারের বিরুদ্ধে বারাসত আদালত চত্বরে মিছিল করেছেন। এছাড়াও এদিন ন্যায্য দাবি দাওয়ার আন্দোলনে ধৃত ছাত্র-যুবদের মুক্তির দাবিতে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ছাত্র-যুব-মহিলারা প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছেন। বাগুইআটি থানায় বিক্ষোভ এবং ভিআইপি রোডে অবরোধ হয়েছে।