৫৮ বর্ষ ৩৯ সংখ্যা / ১৪ মে, ২০২১ / ৩০ বৈশাখ, ১৪২৮
নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধিঃ পুরনো মন্ত্রীদের দপ্তর বদল করে এবং নিজের হাতে ৬টি দপ্তর রেখে ৪৪ জনকে নিয়ে ঢাউস মন্ত্রীসভা গড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ১০ মে রাজভবনে শপথ নেন মন্ত্রীরা। এই মন্ত্রীদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, বিগত সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র এবারে ‘স্বাস্থ্যের কারণে’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও কোনো বিকল্প খুঁজে না পেয়ে তাঁকেই অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের মন্ত্রীসভায় শিল্প, শিক্ষা, পরিবহণ, খাদ্য, পৌর ও নগর উন্নয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী বদল করতে হলো কেন, এনিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। এরই পাশাপাশি শিল্প দপ্তরের উপর নজরদারি করার জন্য ‘উচ্চক্ষমতাসম্পন্ন’ একটি পৃথক কমিটিও গড়া হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবেন এর শীর্ষে।
এবারেও বিধানসভার অধ্যক্ষ হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। উপাধ্যক্ষ হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে বিরোধী দলনেতা হয়েছেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে পরাজিত করে নির্বাচিত হওয়া শুভেন্দু অধিকারী।
এদিন নবান্নে মন্ত্রীসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে বলেছেন, সরকারের বিরুদ্ধে খবর করলে অতিমারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।