E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৯ সংখ্যা / ১৪ মে, ২০২১ / ৩০ বৈশাখ, ১৪২৮

প্রবীণ নেতা কমরেড আশু ঘোষ প্রয়াত


সিপিআই(এম) রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ও নদীয়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক এবং কৃষক আন্দোলনের প্রবীণ নেতা কমরেড আশু ঘোষ প্রয়াত হয়েছেন। ৮ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ বার্ধক্যজনিত রোগে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। শোক জানিয়েছেন পার্টির নদীয়া জেলা কমিটির সম্পাদক সুমিত দে।

এদিন রাত ১০টা পর্যন্ত কমরেড আশু ঘোষের মরদেহ তাঁর বাড়িতে শায়িত ছিল। তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ পার্টি দপ্তরে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর উকিলপাড়ায় সিপিআই(এম) নদীয়া জেলা দপ্তরে।

সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতৃবৃন্দ। জেলা দপ্তরে শেষ শ্রদ্ধা জানানোর পর নবদ্বীপ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। নবদ্বীপ ঘাটে পার্টির নবদ্বীপ এরিয়া কমিটি শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রয়াত কমরেড আশু ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ৮ ও ৯ মে জেলার সর্বত্র পার্টি পতাকা অর্ধনমিত রাখা হয়।