E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৯ সংখ্যা / ১৪ অক্টোবর, ২০২২ / ২৭ আশ্বিন, ১৪২৯

আহমেদ সঈদ মালিহাবাদীর জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ বিশিষ্ট সাংবাদিক ও প্রাক্তন সাংসদ আহমেদ সঈদ মালিহাবাদীর গত ৯ অক্টোবর, রবিবার জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৯২ বছর। তিনি প্রখ্যাত উর্দু দৈনিক ‘আজাদ হিন্দ’ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি উর্দু সাংবাদিকতা ও সাহিত্যের জগতে একজন অগ্রগণ্য ব্যক্তি ছিলেন। প্রয়াত মালিহাবাদী ২০০৮ সালে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মালিহাবাদীর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করে বলেছেন, মালিহাবাদী ও তাঁদের পরিবার দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিজে সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছেন।

১০ অক্টোবর ইরান সোসাইটিতে মালিহাবাদীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইরান সোসাইটির সাধারণ সম্পাদক খাজা জাভেদ ইউসুফ, কলকাতা খিলাফত কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ নাসির, পিআরসি’র সাধারণ সম্পাদক ফুয়াদ হালিম সহ উর্দু পত্রিকার সাংবাদিক ও বি‍‌শিষ্টরা। এদিন স্মরণসভা শেষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিনের সভায় ফুয়াদ হালিম বলেন, সঈদ মালিহাবাদী ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক। ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। ১৯৯২ সালে এরাজ্যে রামরথ আটকানোর ক্ষেত্রে তিনি বড়ো ভূমিকা নিয়েছিলেন।