E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২২শ সংখ্যা / ১৫ জানুয়ারি ২০২১ / ১ মাঘ ১৪২৭

প্রয়াত কমরেড গণেশশঙ্কর বিদ্যার্থী


স্বাধীনতা সংগ্রামী এবং প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড গণেশশঙ্কর বিদ্যার্থী প্রয়াত হয়েছেন। ১১ জানুয়ারি রাতে প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন পাটনার হাসপাতালে ভরতি ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৬। কমরেড বিদ্যার্থী সিপিআই(এম) বিহার রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটিরও সদস্য। তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।

মাত্র সতের বছর বয়সেই স্বাধীনতার লড়াইয়ে যোগ দেন তিনি। গান্ধীজির নেতৃত্বে গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ এলাকায় মানুষকে সমবেত করে বহুবার মিছিল করেছেন তিনি। ‘ভারত ছাড়ো’ আন্দোলনের কর্মী হিসাবে ব্রিটিশ সরকারের পুলিশ আধিকারিকদের সামনেই তেরঙা পতাকা উত্তোলন করায় জেলে যেতে হয় তাঁকে। পরে ১৯৪২-এ অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দেন কমরেড বিদ্যার্থী।

পরবর্তীতে তিনি যোগ দেন সিপিআই(এম)-এ। বারবার জেলে বন্দি হয়েছেন তিনি। পরাধীন ভারতে জেলে গিয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অংশ নিয়ে। স্বাধীনতার পরও বারবার জেলে গিয়েছেন তিনি। জরুরি অবস্থার সময়ে স্বৈরাচার বিরোধী অন্দোলনে নেতৃত্বও দিয়েছেন। যেতে হয়েছে জেলে। সব মিলিয়ে অন্তত ছয় বছর কারারুদ্ধ থেকেছেন কমরেড বিদ্যার্থী। নওয়াদা কেন্দ্র থেকে দু’বার বিধায়ক এবং একবার বিধান পরিষদের সদস্যও হয়েছেন তিনি।

পলিট ব্যুরো শোকবার্তায় বলেছে, ভূস্বামী পরিবারের সন্তান হলেও কমরেড বিদ্যার্থী ভূমিহীন এবং প্রান্তিক কৃষকের পক্ষে সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছেন সারাজীবন। প্রায় আটদশক ব্যাপ্ত রাজনৈতিক জীবনে সমাজের সর্বস্তরের শ্রদ্ধার ব্যক্তি হয়ে উঠেছেন। তাঁর সরল, অনাড়ম্বর জীবনযাপন আকৃষ্ট করেছে বিভিন্ন অংশকে। পলিট ব্যুরো বলেছে, তাঁর প্রয়াণ বিহারে বামপন্থী আন্দোলনের বড়ো ক্ষতি। পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়েছে পলিট ব্যুরো।

কমরেড গণেশশঙ্কর বিদ্যার্থীর প্রয়াণে শোক জানিয়েছেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্র এবং পার্টির পলিট ব্যুরো সদস্য বিমান বসু। সিপিআই(এম) বিহার রাজ্য সম্পাদক অবধেশ কুমার বলেছেন, বিহারে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে নিয়োজিত থেকেছেন তিনি। সারাজীবন জুড়ে থেকেছেন সংগ্রামে। বিশেষ অবদান রয়েছে জমির আন্দোলন গড়ে তোলায়।

কমরেড বিদ্যার্থীর দেহ নিয়ে বের হয় শোকমিছিল। লালঝান্ডা অর্ধনমিত রেখে মিছিলে হাঁটেন স্বেচ্ছাসেবকরা। অবধেশ কুমার, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ মিশ্র, রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য রামপরী, বিধানসভায় সিপিআই(এম) দলনেতা অজয় কুমার যোগ দেন মিছিলে। বহু পার্টিকর্মী, শুভানুধ্যায়ী শেষ শ্রদ্ধা জানান কমরেড গণেশশঙ্কর বিদ্যার্থীকে।