E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪৮ সংখ্যা / ১৫ জুলাই, ২০২২ / ৩০ আষাঢ়, ১৪২৯

শুরু হলো জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’র নির্মাণ কাজ


নিজস্ব সংবাদদাতাঃ ৮ জুলাই সকালে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের নির্মাণের সূচনা হলো জ্যোতি বসু নগরে (নিউটাউনে)। প্রসঙ্গত, বামফ্রন্ট সরকার নিউটাউন নামের এই আধুনিক শহর গড়ে তোলে। এদিনের অনুষ্ঠানে সংস্থার সভাপতি বিমান বসু গাছের চারা বিতরণ করেন। তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেবের হাতে প্রথম গাছের চারা তুলে দেন বিমান বসু।

এদিন প্রকল্পের নির্মাণের সূচনা করে বিমান বসু বলেন, মানুষ তার আদর্শবোধ, মূল্যবোধ, উন্নত ভাবনা, কাজের গতিশীলতার জন্য জ্যোতি বসুকে মনে রেখেছেন, রাখবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু বলে জ্যোতি বসু বিজেপি-কে অসভ্য বর্বর বলতেন, আজকের পরিস্থিতিতে সে কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সময়ে সাম্প্রদায়িকতার প্রশ্নে জ্যোতি বসুর অবস্থান স্মরণ করতে হবে। এখানে তাঁর নামে গবেষণা কেন্দ্র তৈরির কাজ এদিন শুরু হলেও গবেষণা-চর্চার কাজ চলছে। সমাজ রাজনীতি স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা চলছে। তিনি বলেন, বামফ্রন্ট সরকার এই শহরের নাম জ্যোতি বসুর নামেই করেছিল। তৃণমূল ক্ষমতায় এসেই নাম পরিবর্তন করে দেয়।

রিসার্চ সেন্টার-এর সম্পাদক রবীন দেব বলেন, গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিষয়ে কাজের সঙ্গে পরিবেশ রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

এই কর্মসূচিতে পার্টি নেতা রামচন্দ্র ডোম, দেবলীনা হেমব্রম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, অসীম দাশগুপ্ত, কনীনিকা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিনের অনুষ্ঠানে প্রায় ২,০০০ গাছের চারা বিলি করা হয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জনবিজ্ঞান আন্দোলনের কর্মীরা এই কাজে সহযোগিতা করেন। গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।