৫৯ বর্ষ ৪৮ সংখ্যা / ১৫ জুলাই, ২০২২ / ৩০ আষাঢ়, ১৪২৯
কর্ণাটকে কৃষকদের তিনদিনের রাজনৈতিক শিক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কর্ণাটক প্রান্থ রইথা সঙ্ঘের তিনদিনের রাজ্যস্তরের রাজনৈতিক শিবির অনুষ্ঠিত হয়ে গেলো। এই শিবির হয় রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার বাঘেপল্লিতে। এই শিবিরে ২৫০ জন অংশ নিয়েছিলেন। শিবিরের উদ্বোধন করেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি জি সি বায়ারেড্ডি। ওই অধিবেশনে বক্তব্য রাখেন সারা ভারত কৃষকসভার যুগ্ম সম্পাদক বিজু কৃষ্ণান, সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতা মুনিভেনকাটাপ্পা, সংগঠনের সম্পাদক ইউ বাসভারাজ, সহ-সভাপতি মঞ্জুনাথ রেড্ডি।
হান্নান মোল্লা রচিত কৃষক সভার ইতিহাস পুস্তকের কন্নড় ভাষায় অনুবাদও এই শিবিরে প্রকাশ হয়। এছাড়াও ভিট্টল ভাণ্ডারী রচিত ‘উত্তর কন্নড়ে স্বাধীনতা ও জমির আন্দোলন’ শীর্ষক পুস্তকটিও শিবিরে প্রকাশ হয়।