E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৫ সংখ্যা / ১৬ এপ্রিল, ২০২১ / ২ বৈশাখ, ১৪২৮

কোভিড বিধি মেনেই প্রচার এবং মানুষের পাশে থাকবে সিপিআই(এম)


নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচন রক্তস্নাত হওয়া, অন্যদিকে করোনা সংক্রমণের ভয়াবহতা - এমন একটা অস্থির আবহে ১৭ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনেই প্রচার ও অসহায়-বিপন্ন মানুষদের পাশে থাকার কথা ঘোষণা করেছে সিপিআই(এম)। এই পরিস্থিতিতে বড়ো কর্মসূচির উপর যথাসম্ভব রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে পার্টি। ১৪ এপ্রিল এক সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেছেন, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিংসা ছড়ানোর রাজনীতিতে ব্যস্ত, করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য ক্ষেত্রের ব্যবস্থাপনায় নজর নেই। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে সমন্বয় থাকা দরকার, তাও নেই। মানুষকে বিপদের মধ্যে ফেলে ভোট চাইতে ব্যস্ত তারা।

দেশজুড়ে করোনা সংক্রমণ যেভাবে ভয়াবহ আকার নিয়েছে, সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিন এবং পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয় - এতে উদ্বেগপ্রকাশ করে মহম্মদ সেলিম বলেছেন, সরকার উদাসীন থাকলেও আমরা উদাসীন থাকতে পারিনা। নির্বাচনে বাড়িতে বাড়িতে প্রচার এবং সৃজনশীল নানা প্রচারের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচনের পরবর্তী পর্যায়গুলিতে প্রচারে আমরা মাক্স পরে কোভিড বিধি মেনে চলার কথা বলছি। সেইসঙ্গে একবছর আগে লকডাউনের সময় থেকে আমরা যেভাবে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, সেভাবেই কোভিড সচেতনতা প্রসারে এবং ত্রাণ নিয়ে মানুষের পাশে থাকবো। রেশনের অধিকার নিয়ে মানুষের লড়াইয়ে থাকবো।

তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য ১৫ মাস সময় পেয়েছিল। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে, রোগী পরীক্ষার সংখ্যা বাড়াতে, হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে। কিন্তু প্রধানমন্ত্রী থালা বাজানো ছাড়া কিছুই করেননি। এখন হাসপাতালে অসুস্থ মানুষ জায়গা পাচ্ছেন না। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।

ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার জন্য তিনি মোদী সরকারের সমালোচনা করে বলেন, জনসংখ্যা, রোগের প্রকোপ ইত্যাদি বিবেচনা করে যেভাবে ভ্যাকসিন বা টিকা বণ্টন করা উচিত, সরকার তা করছে না। টিকা নিয়ে বিজ্ঞাপনী প্রচারের সময় কোনো খামতি ছিল না, এখন টিকা মিলছে না।

করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি যেভাবে বেরোজগারি বাড়ছে, অর্থনীতির অবস্থা বেহাল হচ্ছে, তা নিয়েও মহম্মদ সেলিম উদ্বেগপ্রকাশ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কেবল হিংসা ছড়ানোর কথা বলছেন। কাজ হারানো মানুষের রোজগারের কথা বলছেন না। এরাজ্যের নির্বাচনে তাঁরা লাশের রাজনীতি করছেন। মানুষ কীভাবে বাঁচবে, কাজ-খাদ্যের ব্যবস্থা কীভাবে হবে, তা নিয়ে ওঁদের কোনো মাথাব্যথা নেই।