E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৪৮ সংখ্যা / ১৬ জুলাই, ২০২১ / ৩১ আষাঢ়, ১৪২৮

বিভিন্ন দাবিতে অনশন অবস্থানের পথে বিএসএনএল কর্মীরা


নিজস্ব সংবাদদাতাঃ বিএসএনএল’র সমস্ত ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিতে বিএসএনএল দপ্তরগুলিতে অনশন অবস্থান করবেন সমস্ত ক্ষেত্রের কর্মচারীরা। এই লক্ষ্যে ১৫ই জুলাই সমস্ত বিজনেস এরিয়া ও ২৮ জুলাই সিজিএম দপ্তরে এই কর্মসূচি সংগঠিত হবে।

যে সমস্ত দাবিতে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে সেগুলি হলো -

● অবিলম্বে কেন্দ্রীয় সরকার ও ম্যানেজমেন্টকে টিটিএসগুলির উন্নতিসাধন করে ৪জি পরিষেবা চালু করতে হবে এবং ৫জি পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে;
● অবিলম্বে জুন, ২০২১-এর বেতন প্রদান করা, প্রতিমাসের শেষদিনে সেই মাসের বেতন দিতে হবে;
● অর্থমন্ত্রক ও কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী বিএসএনএল-র অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিক্রি করা চলবে না;
● অবিলম্বে বিএসএনএল’র ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনকে প্রাপ্য ৩৯০০০ কোটি টাকা প্রদানের ব্যবস্থা করতে হবে;
● বিএসএনএল’র জমি বিক্রি করে বকেয়া ঋণ পরিশোধের জন্য পদক্ষেপ নিতে হবে;
● বিএসএনএল ম্যানেজমেন্টকে ক্লাস্টার বেসড আউট সোর্সিং প্রক্রিয়ার সম্পূর্ণ পর্যালোচনা করতে হবে সমস্ত ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে;
● অবিলম্বে তৃতীয় বেতন সংশোধন, পেনশন সংশোধন সহ বিএসএনএল'র কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা ৩০ শতাংশ বৃদ্ধি করতে হবে;
● বিএসএনএল-র এফটিটিএইচ পরিষেবার মান গুণগত বৃদ্ধির জন্য বিএসএনএল ম্যানেজমেন্ট ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ট্রান্সমিশন নেটওয়ার্ককে শক্তিশালী করতে হবে।