৫৮ বর্ষ ৪৮ সংখ্যা / ১৬ জুলাই, ২০২১ / ৩১ আষাঢ়, ১৪২৮
কমরেড কে জি বসু’র ১০১তম জন্মদিবস পালিত
কমরেড কৃষ্ণ গোপাল বসু
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা ও ১২ই জুলাই কমিটির পশ্চিমবঙ্গ-র প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক কমরেড কে জি বসু'র ১০১ তম জন্মদিবস ৭ জুলাই পালন করেন বিএসএনএল'র কর্মচারীরা। বিএসএনএল এপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমরেড কে জি বসু'র জন্মশতবার্ষিকী উপলক্ষে ট্রেড ইউনিয়ন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। কে জি বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সংগঠনের পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি পালন করা হয়। ওইদিন ক্যালকাটা টেলিফোনস সার্কেলে কমরেড কে জি বসু-র প্রতিকৃতিতে মাল্যদান এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। মাল্যদান করেন সার্কেল সম্পাদক শিশির রায়, সুকান্ত মুখার্জি, স্বপন ভারতী, সার্কেল কোষাধ্যক্ষ দেবাশিস দে, ঠিকা শ্রমিকদের পক্ষে লোকনাথ ঘোষ।
কেন্দ্রীয় সরকারের শ্রম আইন ও বিএসএনএল'র কর্মচারীদের ভূমিকা নিয়ে ক্যালকাটা টেলিফোনস সার্কেলের পক্ষ থেকে কে জি বসু-র ১০১তম জন্ম দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ইয়াস ঝড়ে চরম ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বিএসএনএল ডট পেনশনার অ্যাসোসিয়েশনের পক্ষে ১০২ জনকে সাগর অঞ্চলে ত্রাণ দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সার্কেল সম্পাদক কমরেড শিশির রায়ের নেতৃত্ব ১৬ জনের প্রতিনিধি দল ও পেনশনার সংগঠনের নেতৃবৃন্দ এবং ঠিকা মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ।