E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৬ সংখ্যা / ১৬ সেপ্টেম্বর, ২০২২ / ৩০ ভাদ্র, ১৪২৯

১৯৯১ সালের ধর্মস্থান আইন বজায় রাখতে হবে

দাবি সিপিআই(এম)’র


ধর্মস্থান আইন-১৯৯১ বজায় রাখার দাবি জানালো সিপিআই(এম)। ১৩ সেপ্টেম্বর সিপিআই(এম) পলিট ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ১৯৯১ সালে ধর্মস্থান আইন প্রণয়নের পিছনে যে উদ্দেশ্য ছিল, জ্ঞানব্যাপী মসজিদ মামলায় বারাণসী জেলা আদালতের সিদ্ধান্তে তা সম্পূর্ণ উল্লঙ্ঘন করা হয়েছে। আদালত বলেছে, মসজিদে পুজা অর্চনার যে অনুমোদন চাওয়া হয়েছে, তা ১৯৯১ সালের ওই আইনের পরিপন্থী নয়।

পলিট ব্যুরো বিবৃতিতে বলেছে, বিচার ব্যবস্থার একাংশের ১৯৯১ সালের ধর্মস্থান আইনের ভুল ব্যাখ্যা গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে, যে পরিস্থিতি রোখার জন্যেই এই আইন তৈরি করা হয়েছিল। এটা কোনো গোপন বিষয় নয় যে, শাসকদল সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে আক্রমণের লক্ষ্যবস্তু করার জন্য ইতিহাসের বিকৃত ব্যাখ্যা হাজির করতে নাছোড়বান্দা। বর্তমানে যে মসজিদগুলি রয়েছে তা সবই তৈরি হয়েছে এমন জায়গায় যেখানে মন্দির ভাঙা হয়েছিল- এমন প্রচার বহু পুরনো কৌশল যাতে ধর্মীয় আবেগকে উস্‌কে দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের প্রচারের কাজে লাগানো যায়।

সিপিআই(এম) পলিট ব্যুরো মনে করে, ১৯৯১ সালের ধর্মস্থান আইন বজায় রাখা সাম্প্রদায়িক সম্প্রীতির মতো সর্বোচ্চ জাতীয় স্বার্থেই প্রয়োজন। একই সঙ্গে এই আইন বারাণসী-মথুরার মতো উদ্দেশ্যপ্রণোদিত মামলার আধিক্যও রুখে দেবে বলেই মত পলিট ব্যুরোর। এই পরিস্থিতিতে যে উদ্দেশ্যে এবং মনোভাব থেকে এই আইন তৈরি করা হয়েছিল সেই ১৯৯১ সালের ধর্মস্থান আইনকে সমর্থন জানিয়ে তা দৃঢ়ভাবে প্রয়োগ করার দাবি ফের জোরের সঙ্গে তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।