E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১৮ সংখ্যা / ১৭ ডিসেম্বর, ২০২১ / ১ পৌষ, ১৪২৮

সমগ্র কৃষক সমাজকে অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো


নিজস্ব সংবাদদাতাঃ কৃষক আন্দোলনে ঐতিহাসিক জয় আদায় করে নেওয়ার জন্য সংযুক্ত কিষান মোর্চা, বিভিন্ন কৃষক ও খেতমজুর সংগঠনের সঙ্গে গোটা কৃষক সমাজকে অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। এরই সঙ্গে কৃষকদের লড়াই সংগ্রামের প্রতি ট্রেড ইউনিয়নগুলি সহ অন্যান্য গণতান্ত্রিক অংশ যেভাবে সংহতি ও সমর্থন জানিয়ে এসেছে এতদিন ধরে - তাদেরও অভিনন্দন জানিয়েছে পলিট ব্যুরো।

১১ ডিসেম্বর প্রকাশিত বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে মানুষের জীবনধারণ ও অধিকারের ওপর মোদি সরকারের সামগ্রিক আক্রমণ প্রতিহত করে জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য কী ধরনের ঐক্য এবং সহনশীলতা দেখানো উচিত তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল এই কৃষক আন্দোলন। পলিট ব্যুরো আরও বলেছে, এই জয় দেখিয়ে দিল ঐক্যবদ্ধ লড়াই কীভাবে জাতপাত ও সম্প্রদায়ের ভেদাভেদ অতিক্রম করে গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি যাবতীয় আক্রমণ প্রতিহত করে দিতে পারে। একারণেই পলিট ব্যুরো সারা দেশে পার্টির সমস্ত শাখা সহ প্রগতিশীল অংশকে এদিন থেকে শুরু হওয়া দিল্লির সীমান্ত অবরোধ প্রত্যাহারের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। সারা দেশে সমস্ত ফসল ও কৃষকের জন্য ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করার ন্যায্য দাবি সহ কৃষি সংকট সংক্রান্ত যাবতীয় বকেয়া বিষয় নিয়ে সংযুক্ত কিষান মোর্চার লাগাতার লড়াইকেও অভিনন্দন জানিয়েছে পলিট ব্যুরো।

একই সঙ্গে এই কৃষক আন্দোলনের সময়কালে ৭০০ জনেরও বেশি কৃষক যাঁরা শহিদের মৃত্যূবরণ করেছেন, তাঁদের আত্মবলিদানকে কুরনিশ জানিয়েছে পলিট ব্যুরো। এই শহিদদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিপিআই(এম)। এই আন্দোলন চলাকালীন যে সমস্ত মামলা কৃষকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানিয়েছে পলিট ব্যুরো।

১১ ডিসেম্বর ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকেও এক বিবৃতিতে লড়াই চালিয়ে সাফল্য অর্জন এবং এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের জন্য অভিনন্দন জানানো হয়েছে। বলা হয়েছে এই আনন্দ-উৎসব ভাগ করে নিচ্ছে শ্রমিক শ্রেণির আন্দোলন এবং সাফল্যের জন্য গর্বও অনুভব করছে। কৃষকদের এই ঐতিহাসিক আন্দোলনের প্রতি ধারাবাহিক ও অটল সমর্থন জুগিয়ে এসেছে শ্রমিক শ্রেণি। এরই সঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে যাঁরা আন্দোলন করতে গিয়ে শহিদ হয়েছেন এই সময়কালে। যৌথ মঞ্চ মনে করে, এই লড়াই বার্তা দিয়ে গেল আগামী প্রজন্মের কাছেও যে কোনও অত্যাচারী শাসকের কাছে কখনোই মাথা নত করবে না।

আন্দোলনের পাশাপাশি উৎসব পালন নিয়েও যে পরিণত মনস্কের পরিচয় দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা তাকেও যৌথ মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।