৫৭ বর্ষ ৪৭ সংখ্যা / ১৭ জুলাই ২০২০ / ১ শ্রাবণ ১৪২৭
কমরেড সুশীল কুমার দিন্দার জীবনাবসান
নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য কমরেড সুশীলকুমার দিন্দা ১০ জুলাই দুপুরে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন। তিনি শ্যামপুর থানা এলাকায় কমিউনিস্ট পার্টি গড়ার অন্যতম পথিকৃৎ ছিলেন। কর্মজীবনে রাধাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই সময়ে ঐতিহাসিক শিক্ষা আন্দোলনে যুক্ত হয়ে কমরেড সত্যপ্রিয় রায় ও অনিলা দেবীর সংস্পর্শে আসেন। পরবর্তীকালে এবিটিএ’র নেতৃত্বও দেন। পরে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। কমরেড শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য, কমরেড মদন দাস, কমরেড জয়কেশ মুখার্জির অনুপ্রেরণায় শ্যামপুর থানার বিভিন্ন গ্রামে কৃষক সংগঠন গড়ে তোলেন। ভাগচাষি ও খেতমজুর আন্দোলনে নেতৃত্ব দিয়ে মজবুত সংগঠন গড়ে তোলেন। তিনি ১৯৬১ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন। পরবর্তীকালে ১৯৬৪ সালে পার্টি বিভক্ত হলে তিনি সিপিআই(এম)-এ যোগ দেন এবং হাওড়া জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ সালে সপ্তম পার্টি কংগ্রেসের তিনি প্রতিনিধি ছিলেন। কমরেড দিন্দা শ্যামপুরে পার্টির লোকাল কমিটি গঠন হলে সম্পাদক নির্বাচিত হন। শ্যামপুরে অসংখ্য অনুরাগীকে তিনি পার্টির মধ্যে নিয়ে আসেন। তাঁর মার্কসবাদী আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা বহু মানুষকে পার্টির প্রতি আকৃষ্ট করেছে। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর ১৯৭৮ সালে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তিনি নির্বাচিত হন। শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেন। প্রশাসনিক ক্ষেত্রেও তিনি কৃতিত্বের ছাপ রেখেছেন। শ্যামপুর ১নং ব্লক এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ বিশেষ করে বৃক্ষরোপণের কাজ হয়। জনগণকে নিয়ে তিনি এই কাজ করেছেন। প্রথম পার্টির জোনাল কমিটি গঠিত হলে তিনি পূর্বতন বাগনান-শ্যামপুর অবিভক্ত জোনাল কমিটির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে পার্টির হাওড়া জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। পরে অব্যাহতি নেন। আমৃত্যু তিনি পার্টির সদস্য ছিলেন। তাঁর স্ত্রী মালতী দিন্দা পার্টি ও মহিলা আন্দোলনের জনপ্রিয় নেত্রী ছিলেন। তিনি বেশ কয়েকবছর আগে প্রয়াত হন। তাঁর ২ পুত্র, ২ কন্যা ও নাতি, নাতনি বর্তমান। এদিন কমরেড সুশীল দিন্দার কমলপুরের বাসভবনে তাঁর মৃতদেহ লাল পতাকায় ঢেকে শ্রদ্ধা জানান পার্টিনেতা বিপ্লব মজুমদার, পরেশ পাল, সূরথ মাইতি, মহেন্দ্র রায়, নির্মল খাঁড়া। এছাড়াও শ্রদ্ধা জানান ফরওয়ার্ড ব্লক নেতা অসিত সাউ সহ বহু পার্টিনেতা, কর্মীবৃন্দ ও সাধারণ মানুষ। পার্টিনেতা শ্রীদীপ ভট্টচার্য ও দীপক দাশগুপ্তের পক্ষ থেকেও মাল্যদান করা হয়।
সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, কমরেড সুশীল দিন্দা অতি সাধারণ জীবনযাপন করতেন ও মিষ্টভাষী ছিলেন। শিক্ষা আন্দোলনের নেতা ছিলেন। এলাকার মানুষ, হাওড়া জেলার পার্টি তাঁকে চিরকাল মনে রাখবে।