E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৩১ সংখ্যা / ১৭ মার্চ, ২০২৩ / ২ চৈত্র, ১৪২৯

বামফ্রন্ট সরকারঃ কৃষিফসল উৎপাদনেও ছিল অনন্য সাফল্য


● ১৯৭৭ সালের আগে খাদ্যশস্য উৎপাদনে ঘাটতি রাজ্য পশ্চিমবঙ্গ। বামফ্রন্ট সরকার আসার পর সেই অবস্থান কাটিয়ে সাফল্যের সোপানে পৌঁছায় রাজ্য। ভূমিসংস্কারের অগ্রগতি ও এর মাধ্যমে কৃষকের স্বার্থরক্ষার ফলেই সাফল্য এসেছে কৃষি উৎপাদনে।
● ১৯৭৬-৭৭ সালে পশ্চিমবঙ্গে খাদ্যশস্যের উৎপাদন ছিল ৭৪ লক্ষ টন। সেখানে বামফ্রন্ট সরকারের সময়ে (২০১১) সেই উৎপাদন দাঁড়িয়ে ছিল প্রায় ১৭০ লক্ষ টন।
● অ্যাসোচেম (২০১০)-এর রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশের মোট কৃষি জমির ৩ শতাংশের কম ছিল পশ্চিমবঙ্গে। অথচ দেশের মোট খাদ্যশস্যের ৮ শতাংশ উৎপাদিত হতো এরাজ্যে।
● কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ২০০৮-০৯ সালে জাতীয় ক্ষেত্রে কৃষিতে বৃদ্ধির হার ছিল ১.৬ শতাংশ। ২০০৯- ১০ সালে সেই বৃদ্ধির হার দাঁড়ায় ০.২ শতাংশ। বিপরীতে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে ২০০৮-০৯ সালে সেই বৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ এবং ২০০৯-১০ সালে দাঁড়ায় ৪.২ শতাংশ।
● রাজ্যে ফসল উৎপাদন বৃদ্ধির সঙ্গে শস্য চাষের নিবিড়তা অর্থাৎ একই কৃষি জমিতে একাধিকবার ফসল চাষেও অগ্রগতি ঘটে। ১৯৯২-৯৩ সালে শস্য চাষের নিবিড়তা ছিল ১৫৫ শতাংশ। ২০১০-১১ সালে তা বেড়ে হয় ১৯২ শতাংশ। এক্ষেত্রে তখন পশ্চিমবঙ্গ ছিল দেশের মধ্যে দ্বিতীয়।
● বামফ্রন্ট সরকারের কৃষি নীতির ফলে চাল উৎপাদনে পশ্চিমবঙ্গ (২০১০-১১) দেশের মধ্যে প্রথম স্থানে ছিল। তখন বছরে গড়ে চাল উৎপাদন হয়েছে ১৪৮ লক্ষ মেট্রিক টন। ১৯৭৭-৭৮ সালের তুলনায় যা ছিল ৯৮ শতাংশ বেশি।
● আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ ছিল দেশের মধ্যে দ্বিতীয়। তখন আলু উৎপাদন হয়েছে প্রায় ৯৫ লক্ষ মেট্রিক টন। তখন দেশের মোট ৩৫ শতাংশ আলু এরাজ্যেই উৎপাদিত হতো।
● পাট উৎপাদনেও তখন পশ্চিমবঙ্গ ছিল দেশের মধ্যে শীর্ষে। তখন বছরে গড়ে পাট উৎপাদিত হতো ৭৮৪২.৬ টন।
● সবজি উৎপাদনেও (আলু ছাড়া) তখন দেশের মধ্যে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। তখন রাজ্যে সবজি উৎপাদন হতো ১৩০ লক্ষ মেট্রিক টন।
● আনারস,লিচু ও আম উৎপাদনে গোটা দেশের মধ্যে তখন পশ্চিমবঙ্গের স্থান ছিল যথাক্রমে প্রথম,দ্বিতীয় ও অষ্টম।
● সবজি ও ফল উৎপাদন মিলিতভাবে ধরলে দেশের মোট উৎপাদনের ১৫ শতাংশ উৎপাদিত হতো এ রাজ্যেই।
● সামগ্রিকভাবে ফুল উৎপাদনে তখন পশ্চিমবঙ্গ ছিল দেশের মধ্যে তৃতীয় স্থানে।
● ভোজ্য তেলের শতকরা ১০ শতাংশ উৎপাদিত হতো এরাজ্যেই।
● বামফ্রন্ট সরকারের সময়ে দেশে চা উৎপাদনের প্রায় চার ভাগের এক ভাগ উৎপাদন হতো এরাজ্যে। চা রপ্তানি থেকে দেশের যা আয় তার ৪৫ শতাংশ হতো এ রাজ্য থেকে।
● এই সময়পর্বে মৎস্য উৎপাদনেও ক্রমাগত উৎপাদন বাড়িয়ে দেশের প্রথম স্থান বজায় রেখেছিল পশ্চিমবঙ্গ।