E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৬ সংখ্যা / ১৭ সেপ্টেম্বর, ২০২১ / ৩১ ভাদ্র, ১৪২৮

প্রয়াত কমরেড অসিত মুখার্জি


নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) নেতা, পার্টির হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অসিত মুখার্জির জীবনাবসান ঘটেছে। তিনি সিআইটিইউ হুগলি জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬০ বছর। পরিবারে তাঁর স্ত্রী, কন্যা রয়েছেন।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র কমরেড অসিত মুখার্জির জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন। পার্টির হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ কমরেড অসিত মুখার্জির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি ও সাধারণ সম্পাদক অনাদি সাহু। সিআইটিইউ হুগলি জেলা কমিটির সভাপতি মলয় সরকার প্রয়াত কমরেডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

কমরেড অসিত মুখার্জির বাড়ি গোঘাটের বেঙ্গাই গ্রামে। বেঙ্গাই কলেজে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তিনি এসএফআই-তে যুক্ত হন। তিনি এসএফআই হুগলি জেলা কমিটির তিনবার সম্পাদক হয়েছিলেন। জেলা সম্পাদক থাকাকালীন তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এসএফআই রাজ্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই তিনি সিপিআই(এম)’র সংস্পর্শে আসেন। ১৯৭৯ সালে তিনি সিপিআই(এম)’র সদস্যপদ অর্জন করেন। এসএফআই কর্মী থাকার সময়েই তিনি পার্টির সর্বক্ষণের কর্মী হন। ২০১২ সালে পার্টির হুগলি জেলা কমিটির সদস্য হন। ২০১৮ সালে তিনি পার্টির হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হন। তিনি সিআইটিইউ হুগলি জেলার সাধারণ সম্পাদক এবং রাজ্য সম্পাদকমণ্ডলী ও সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন।

কমরেড অসিত মুখার্জি সমগ্র হুগলি জেলাজুড়ে ছাত্র আন্দোলন ও ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আন্দোলনে নেতৃত্বদানকারী ভূমিকায় ছিলেন। আইসিডিএস, মিড ডে মিল, বিদ্যুৎকর্মী, নির্মাণকর্মী, রাইসমিল সহ বিভিন্ন কলকারখানার ট্রেড ইউনিয়নের নেতৃত্বে ছিলেন। এছাড়া ত্রিবেণী টিস্যুজ, ডানকুনি কোল কমপ্লেক্স, মাদার ডেয়ারি সহ বিভিন্ন কলকারখানার ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্বে ছিলেন। গোঘাটে পার্টি গড়ার কাজে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তিনি বেশ কয়েকবার তৃণমূলের দুষ্কৃতীবাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন। হুমকি ও আক্রমণকে উপেক্ষা করেও তিনি পার্টি ও ট্রেড ইউনিয়ন গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। কখনো তিনি পিছু হটেননি। কমরেড অসিত মুখার্জি ছিলেন সুবক্তা। তিনি অত্যন্ত অমায়িক ও মিশুকে ছিলেন। তিনি জনপ্রিয় নেতা ছিলেন।