E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ১৮শ সংখ্যা / ১৮ ডিসেম্বর ২০২০ / ২ পৌষ ১৪২৭

কেরালা

পঞ্চায়েত-পৌরসভা নির্বাচনে বামপন্থীদের বিরাট জয়


কেরালায় পঞ্চায়েত এবং পৌর নির্বাচনে বিরাট জয় অর্জন করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ। নির্বাচনে এলডিএফ-এর প্রতিপক্ষ ছিল একদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ অপরদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উভয় প্রতিপক্ষকে পরাস্ত করে উল্লেখযোগ্য জয় অর্জন করেছে সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফ।

রাজ্যের ১৪টি জেলা পরিষদের মধ্যে এলডিএফ তিরুবনন্তপুরম সহ ১১টিতে জয়ী হয়েছে। ইউডিএফ পেয়েছে তিনটি। বিজেপির ঝুলি শূন্যই থেকে গেছে। ৬টি কর্পোরেশন এর মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে এলডিএফ এবং একটিতে ইউডিএফ। ৮৬টি পৌরসভার মধ্যে এলডিএফ ৩৫টি ইউডিএফ ৪৫ এবং এনডিএ দু’টিতে জয় পেয়েছে। ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এলডিএফ ৫১৪ পিডিএফ ৩৭৫টিতে এবং এনডিএ ২৩টিতে জয় পেয়েছে।

১৬ ডিসেম্বর, বুধবার ফলাফল ঘোষণার পর কেরালার জনগণকে অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো। পলিট ব্যুরো বলেছে কেরালার এলডিএফ সরকারের কাজকে স্বীকৃতি দিয়েছেন রাজ্যের মানুষ। সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ খারিজ করেছেন মানুষ। রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সরকারের উন্নয়ন কর্মসূচি এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির জয় হয়েছে।

(বিস্তারিত প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশিত হবে।)