৫৯ বর্ষ ২৭ সংখ্যা / ১৮ ফেব্রুয়ারি, ২০২২ / ৫ ফাল্গুন, ১৪২৮
রাজ্যে আবারও বন্ধ হলো জুট মিল
বন্ধ হাওড়া জুট মিলের গেটের বাইরে শ্রমিক বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ছেন কয়েক হাজার শ্রমিক। কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে প্রবল দুঃশ্চিন্তায় জুটমিল শ্রমিকরা। হুগলির ভদ্রেশ্বর জুটমিলের পর এবার বন্ধ হলো আরও একটা জুটমিল। এবার হাওড়ায় কাঁচা পাটের জোগান অমিল থাকার অজুহাতে নয় বা কোনো শ্রমিক বিক্ষোভ নয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার অজুহাতে ফের বন্ধ হলো হাওড়া জুট মিল। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শ্রমিকরা মিলে কাজে যোগ দিতে এসে দেখতে পান বন্ধ গেটে একটা নোটিশ লাগানো। নোটিশে লেখা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার কারণে মিল বন্ধ করা হলো। এই নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। মাত্র কয়েক মাস আগে দীর্ঘদিন বন্ধ থাকার পরে খোলে এই মিল। কর্তৃপক্ষ নানা অজুহাতে মিল খোলার পরে শ্রমিকদের কাজের দিন ও কাজের ঘণ্টা কমিয়ে দেয়। বাধ্য হয়েই শ্রমিকরা মিল মালিকদের সিদ্ধান্ত মতো কাজ করতে শুরু করেন। সপ্তাহে ৫ দিন কাজ, দিনে আট ঘণ্টা কাজের বদলে ৫ ঘণ্টা কাজ করতে থাকেন শ্রমিকরা।
এর বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ, সাপ্তাহিক টাকা না দিয়েই প্রাপ্য বকেয়া রেখে মিল বন্ধ করেছে মালিক কর্তৃপক্ষ। সিইএসসি’র কাছে বিদ্যুতের খরচের টাকা বকেয়া রাখার জন্য সিইএসসি মিলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। চটকল খুলতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিসিএমইউ অবিলম্বে দাবি জানিয়ে শ্রমমন্ত্রীকে চিঠি দিচ্ছে।