E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ২৭ সংখ্যা / ১৮ ফেব্রুয়ারি, ২০২২ / ৫ ফাল্গুন, ১৪২৮

বিস্কুট শিল্পে মজুরি বাড়া‍‌লো না রাজ্য সরকার


নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে একের পর এক শ্রমিক বিরোধী পদক্ষেপ করে চলেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। এবার বিস্কুট শিল্পের শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি স্থগিত রাখল মমতা ব্যানার্জির সরকার। ৩১ জানুয়ারি প্রকাশিত রাজ্য শ্রমদপ্তরের সার্কুলার থেকে জানা গেছে যে, বিস্কুট প্রস্তুতকারক শিল্পক্ষেত্রে (ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি)-র কর্মরত শ্রমিকদের মজুরি ২০২২ সালের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। যার জেরে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বিস্কুটসহ প্রস্তুতকারক শিল্পের শ্রমিকরা।

সরকারি হিসেবে দেখা যাচ্ছে, এই শিল্পে দৈনিক গড়ে ন্যূনতম সর্বোচ্চ ৪৫৬ টাকা মজুরি পান প্রশিক্ষিত শ্রমিকরা। মাঝারি প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত শ্রমিকেরা তার চেয়ে অনেক কম মজুরি পান। মাসের হিসাবে সর্বোচ্চ রোজগার ১১,৮৫২ টাকা হতে পারে, যা বাজারদর অনুযায়ী সংসার চালাতে যথেষ্টই কম।

সরকার শ্রমিকদের মজুরিতে কোপ বসানোর প্রেক্ষিতে আনমোল বিস্কুট কারখানার সিআইটিইউ নেতা স্বপন দাস জানান, সরকার বলছে ছ’মাস জিনিসপত্রের দাম বাড়েনি, তাই মজুরি বৃদ্ধি হবে না! বামফ্রন্ট সরকারের আমলে বিস্কুট প্রস্তুতকারক শিল্পের অন্তর্ভুক্ত ছাপ্পান্নটি ক্ষেত্রে ন্যূনতম মজুরি নির্ধারিত করার নিয়ম ছিল। সেই ন্যূনতম মজুরির হার প্রতি ছ’মাস অন্তর মূল্যায়ন করে বাড়ানো হতো। পালাবদলের পরে বর্তমান তৃণমূল সরকার মজুরি বৃদ্ধির হারকে প্রায় শূন্য করে দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে শ্রমিকদের তীব্র প্রতিবাদ আন্দোলনে নামার কথা বলেছেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। নিউ সেক্রেটারিয়েট ভবনে গিয়ে এই দাবি জানানো হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।