E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ২৭ সংখ্যা / ১৮ ফেব্রুয়ারি, ২০২২ / ৫ ফাল্গুন, ১৪২৮

সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা একাদশ সম্মেলন অনুষ্ঠিত হলো কাকদ্বীপে


সিআইটিইউ’র সম্মেলনে প্রতিনিধিবৃন্দ।

নিজস্ব সংবাদদাতাঃ কাকদ্বীপ মৎস্য বন্দরে দু’দিনব্যাপী সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা একাদশ সম্মেলন অনুষ্ঠিত হলো ১২-১৩ ফেব্রুয়ারি। এই সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। জেলায় শক্তিশালী সংগঠন ও সময়োপযোগী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিনিধি ও সংগঠকদের উদ্দেশে তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সময়োপযোগী সংগঠন গড়ে তুলতে হবে। রাজনৈতিক ও মতাদর্শগতভাবে শিক্ষিত হতে হবে। সম্মেলন অনুষ্ঠিত হয় কমরেড শ্যামল চক্রবর্তী নগর, কমরেড অলোক সরকার মঞ্চে।

কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলসহ ১২ দফা দাবিতে আগামী ২৮ ও ২৯ মার্চ দু’দিনব্যাপী সারা ভারত ধর্মঘটের উল্লেখ করে তিনি বলেন, ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে প্রচারপত্র নিয়ে মানুষের কাছে যেতে হবে। এই পরিস্থিতির উপযোগী কর্মপদ্ধতি ঠিক করতে হবে। তিনি বলেন, ডোল চাইনা, কাজ চাই। কোভিড পরিস্থিতিতে দুনিয়াজুড়ে পুঁজিবাদের সংকট জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। সরকার করোনা মোকাবিলা বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে ব্যর্থ হচ্ছে পুঁজিবাদী দেশগুলি। সরকারি আন্দোলনের চাপে ভ্যাকসিন দিতে বাধ্য হয়েছে এদেশের সরকার।

তিনি বলেন, স্থায়ী শ্রমিক থেকে অস্থায়ী শ্রমিক, নির্দিষ্ট সময়ের চুক্তিভিত্তিক কাজ ইত্যাদি উৎপাদন ব্যবস্থার চরিত্র পাল্টে দিচ্ছে। শ্রমিকের সামাজিক সুরক্ষা ইএসআই, পিএফ-এর সুবিধা আগামীদিনে থাকবে না। যখন ইচ্ছে শ্রমিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। মধ্যযুগীয় বর্বরতা শিল্প-কলকারখানায় নিয়ে আসা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিকশ্রেণিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

সম্মেলনে খসড়া প্রতিবেদন পেশ করেন সম্পাদক রতন বাগচী। সম্মেলনকে সফল করতে কাকদ্বীপের ১৪ হাজার পরিবারের কাছে পৌঁছেছেন সিআইটিইউ কর্মীরা। বাড়ি বাড়ি অর্থ সংগ্রহের পাশাপাশি সম্মেলনের রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছেন তাঁরা। এগারো সালের পর কাকদ্বীপের এই মৎস্য বন্দরে বামপন্থীদের অনুপ্রবেশ বন্ধ ছিল। আর আজ গোটা বন্দরে এখন উড়ছে লাল ঝান্ডা।

সিআইটিইউ সম্মেলনকে অভিনন্দন জানিয়ে শ্রমিক নেতা শমীক লাহিড়ী বলেন, শাসক দলগুলির আক্রমণ শুধু্ লাল ঝান্ডার উপর নয়, সমস্ত অংশের শ্রমিক শ্রেণির উপর নামিয়ে এনেছে। এর বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে লড়াই করতে হবে। দিল্লির কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে। ওইরকম আত্মপ্রত্যয় নিয়ে লড়াই করতে হবে। সফল করতে হবে কেন্দ্রীয় নীতিসমূহের বিরুদ্ধে ২৮-২৯ মার্চের সাধারণ ধর্মঘট।

সম্মেলনে ২১ জন মহিলা প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন মোট ৩০৬ জন। প্রতিবেদনের উপর মোট ২৮ জন আলোচনা করেন। জবাবী ভাষণ দেন রতন বাগচী। সম্মেলন থেকে ১৯৩ জনের কাউন্সিল এবং ৩১ জনের নতুন কমিটি গঠিত হয়। ২৮ জনের নাম ঘোষণা করা হয়, তিন জনের নাম পরে ঘোষিত হবে। সভাপতি নির্বাচিত হয়েছেন দীপঙ্কর শীল এবং সাধারণ সম্পাদক পদে দেবাশিস দে।