৫৯ বর্ষ ২৭ সংখ্যা / ১৮ ফেব্রুয়ারি, ২০২২ / ৫ ফাল্গুন, ১৪২৮
বেকারি ও অভাবে তিন বছরে দেশে আত্মঘাতী ২৫ হাজারের বেশি
সংসদে জানাল মোদি সরকার
নিজস্ব সংবাদদাতাঃ দেশে গত তিন বছরে বেকারি ও অভাবের তাড়নায় আত্মঘাতী হয়েছেন ২৫ হাজারের উপর ভারতীয়। ৯ ফেব্রুয়ারি সংসদে এক লিখিত প্রশ্নে দেশে ২০১৮ থেকে ২০২০ সাল - এই তিন বছরে বেকারি, অভাবের তাড়নায় আত্মঘাতী হওয়ার ঘটনার সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, তিন বছরে মোট আত্মঘাতী হয়েছেন ৯,১৪০ জন। এর মধ্যে ২০২০ সালে আত্মঘাতী হয়েছেন সর্বাধিক - তা হলো ৩,৫৪৮ জন। অভাবের তাড়নায় তিন বছরে মোট আত্মঘাতী মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৯১ জন।
২০২০ সালে মহামারী ও লকডাউনে কলকারখানা বন্ধ হয়ে বহু মানুষ কাজ হারিয়ে এবং কম আয়ের জন্য অভাবের জেরে আত্মঘাতী হয়েছেন, যাঁদের মোট সংখ্যা মোট ৫ হাজার ২১৩ জন। এদিকে দেশের বেকারি ও অভাবে নিঃস্ব হতাশ মানুষের আত্মহত্যার প্রবণতার প্রেক্ষিতে কেন্দ্রের সরকার কী উদ্যোগ নিয়েছে তাও লিখিত প্রশ্নে জানতে চেয়েছেন সাংসদরা। সাংসদদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী অর্থনীতির বেহাল অবস্থার কথা এড়িয়ে গিয়ে বলেছেন, দেশের মানুষের মানসিক বৈকল্য রোধে জাতীয় মানসিক স্বাস্থ্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। জেলা স্তরে এই প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশে আত্মহত্যার প্রবণতা দূর করা।
প্রসঙ্গত, কেন্দ্রের নানা প্রকল্প ঘোষণা সত্ত্বেও এদেশে কর্মসংস্থানের হার বাড়েনি, উল্টে গত তিন বছরে বিপুল হারে কর্মসংস্থান কমেছে - সেকথা বাজেট ভাষণেই বলেছেন সিপিআই(এম) সাংসদ এলমা রাম করিম। উল্লেখ্য, বেকারি, অভাব-অনটনে আত্মহত্যার ঘটনা বেড়ে চললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন বলছেন, দেশে বেকার দূর করার দায় নেই সরকারের।