৫৯ বর্ষ ৩১ সংখ্যা / ১৮ মার্চ, ২০২২ / ৩ চৈত্র, ১৪২৮
লড়াইয়ের দৃপ্ত অঙ্গীকারে সূচনা সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলন
সম্মেলনে রক্ত পতাকা উত্তোলন করছেন বিমান বসু।
নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গণআন্দোলন-শ্রেণি আন্দোলনের দুর্বার প্রবাহে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে যাবার দৃপ্ত অঙ্গীকারে সূচনা হয় সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলন। ১৫ মার্চ থেকে ১৭ মার্চ কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে মঞ্চ নামাঙ্কিত হয়েছিল কমরেড শ্যামল চক্রবর্তীর নামে এবং এলাকার নামকরণ করা হয় কমরেড নিরুপম সেন নগর।
১৫ মার্চ সকালে সম্মেলনের রক্তপতাকা উত্তোলন করেন পার্টির পলিট ব্যুরো সদস্য বিমান বসু। তারপর শহিদ বেদিতে মাল্যদান করেন বিমান বসু ছাড়াও পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লা, নীলোৎপল বসু, মহম্মদ সেলিম, তপন সেন। সমস্ত প্রতিনিধিদের পক্ষে মাল্যদান করেছেন পলিট ব্যুরো সদস্য ও পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এই সম্মেলন পরিচালনা করেন বিমান বসু, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, দেবলীনা হেমব্রম ও অশোক ভট্টাচার্যকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। প্রতিনিধি সম্মেলনের সূচনায় শহিদ স্মরণে ও শোক প্রস্তাব উত্থাপন করেন বিমান বসু।
সম্মেলন উদ্বোধন করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য রেখেছেন পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত। প্রতিনিধি অধিবেশন শুরুর আগে সঙ্গীত পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘের মধ্য কলকাতা শাখা।
পার্টির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রমোদ দাশগুপ্ত ভবন সংলগ্ন এজেসি বসু রোডের দু’পাশে রক্ত পতাকায় সাজানো হয়। এছাড়া প্রমোদ দাশগুপ্ত ভবনের প্রবেশ দ্বারে প্রয়াত দুই নেতা কমরেড শ্যামল চক্রবর্তী ও কমরেড নিরুপম সেনের প্রতিকৃতি সংবলিত তোরণ এবং প্রেক্ষাগৃহের প্রবেশপথের ধারে সুদৃশ্য পোস্টার প্যানেলে অবিভক্ত বাংলার কমিউনিস্ট আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়, স্বাধীনতা আন্দোলনের ৭৫ বছর এবং স্বাধীনতার লড়াইয়ে কমিউনিস্টদের অবদান, ৪৩-এর মন্বন্তর, রশিদ আলি দিবস, দাঙ্গা, দেশভাগ, তেভাগার লড়াই, রাজ্যের গণআন্দোলন-শ্রেণি আন্দোলনের সচিত্র বিবরণ সহ স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট সেনানীদের ছবি বিধৃত হয়েছে। যা সম্মেলনস্থলের পরিবেশকে অনন্য মাত্রা দিয়েছে।
সম্মেলনে ৪০২ জন প্রতিনিধি, ১৯ জন সন্মানীয় প্রতিনিধি এবং ৫৯ জন দর্শক সহ মোট ৪৮০ জন উপস্থিত ছিলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলনের কাজ চলছে। সম্মেলনের অবশিষ্ট প্রতিবেদন প্রকাশিত হবে আগামী সংখ্যায়।
নবনির্বাচিত কমিটি
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলন থেকে ৮০ জন সদস্যকে নিয়ে নতুন রাজ্য কমিটি সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত রাজ্য কমিটির প্রথম বৈঠকে রাজ্য কমিটির সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মহম্মদ সেলিম।