৫৯ বর্ষ ৩১ সংখ্যা / ১৮ মার্চ, ২০২২ / ৩ চৈত্র, ১৪২৮
বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচন ১২ এপ্রিল
প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১২ এপ্রিল। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। ১৬ মার্চ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আসানসোল লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী পার্থ মুখার্জি। অন্যদিকে কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম।
প্রসঙ্গত, বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখার্জির মৃত্যুতে ওই আসন ফাঁকা রয়েছে। অন্যদিকে, আসানসোলের বিজেপি সাংসদ পদ থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন আবশ্যক হয়ে গিয়েছে।
এদিকে ১২ মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে ১৭ মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ মার্চ। মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ তারিখ ২৫ মার্চ। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৮ তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্র সহ একইসঙ্গে উপনির্বাচন হবে ছত্তিশগড়ের খয়রাগড় বিধানসভা কেন্দ্রে, বিহারের বোচাহান (এসসি) বিধানসভা কেন্দ্রে এবং মহারাষ্ট্রের কোলাপুর উত্তর বিধানসভা আসনে। পাঁচ আসনেই ভোট গণনা হবে ১৬ এপ্রিল। নির্বাচনী বিধি ভোটের দিন ঘোষণা থেকেই জারি হয়ে গিয়েছে।